ভারতের আসামে দেখা দিয়েছে বড় ধরনের বন্যা। ব্রহ্মপুত্রসহ কয়েকটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। চলতি বন্যায় এই পর্যন্ত ৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ভারতের আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মেঘালয়, মণিপুর এবং মিজোরামের মতো উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো অবিরাম বৃষ্টিপাত এবং বন্যায় মৃতের সংখ্যা ৩৮ জনে পৌঁছেছে।
আসামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, রাজ্যে বন্যা কবলিত ১৯ জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় সাড়ে ৬ লাখ মানুষ। অরুণাচল প্রদেশের সীমান্ত এলাকায় ভূমিধস হওয়ায় দুই রাজ্যের মধ্যে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।
আগামী ৫ জুলাই পর্যন্ত আসামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ব্রহ্মপুত্র ছাড়াও সুবানসিরি, দিসাং, বুড়িদিহিং, জিয়া-ভারালি, বেকি এবং কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।









