রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুর এলাকায় সবজি বোঝাই একটি পিকআপে অপর একটি ট্রাকের ধাক্কায় পিকআপের চালক ও সহকারী নিহত হয়েছেন।
মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর রাত ১টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কল্যাণপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার পারখানা ত্রিমোহনী গ্রামের মুনসুর মোল্লার ছেলে নাজমুল ও পশ্চিম মৌজমপুরের শাহিন মোল্লার ছেলে কাওসার।
আহলাদিপুর হাইওয়ে থানার ওসি শামীম শেখ জানান, সবজি বোঝাই পিকআপটি দাঁড়িয়ে চাকা পরিবর্তন করছিল। সে সময় পেছন থেকে আসা চাল বোঝাই একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।
পুলিশ চালবোঝাই ট্রাকটি আটক করলেও চালক ও সহকারী পলাতক বলে জানিয়েছেন তিনি।









