১১ জানুয়ারি শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবের ২৩ তম আসর। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে এবারের স্লোগান ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ।’
আসন্ন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান ফিল্ম কম্পিটিশন, রেট্রোস্পেকটিভ, ট্রিবিউট, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ডসহ মোট ১০টি বিভাগে বিভিন্ন দেশের দুই শতাধিক সিনেমা দেখানো হবে। তবে দেশের দর্শকদের কাছে সবচেয়ে প্রতীক্ষিত বিভাগটি ‘বাংলাদেশ প্যানোরমা’।
এবছর এই বিভাগে মোট ১০টি সিনেমা নির্বাচিত হয়েছে। এ শাখায় দেখা যাবে বাংলাদেশের বেশ কিছু আলোচিত ও নতুন ছবি। এরমধ্যে আছে বুসানে প্রিমিয়ার হওয়া দুই ছবি। এর একটি বিপ্লব সরকারের আগন্তুক এবং অন্যটি ইকবাল এইচ চৌধুরীর ‘বলী’।
এছাড়াও এই বিভাগে উৎসবে দেখানো হবে আবদুল আহাদ তানভীরের বাতাসের ফেনা, শঙ্খ দাশগুপ্তের প্রিয় মালতী, মেহেদী রনির এখানে নোঙর, ধ্রুব হাসানের ফাতিমা, তৌফিক এলাহির নীল পদ্ম, নিয়ামুল মুক্তার রক্ত জবা, আবদুল আহাদের সহযাত্রা এবং কুসুম সিকদারের শরতের জবা।
উৎসবটি ১১ জানুয়ারি শুরু হয়ে চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। এবারও ভেন্যু হিসেবে জাতীয় জাদুঘরের পাশাপাশি থাকছে শিল্পকলা একাডেমি, রাশিয়ান সাংস্কৃতিক কেন্দ্র ও আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন। তবে কোন ছবি কবে দেখা যাবে, সেটির তালিকা এখনো প্রকাশ করেনি উৎসব কর্তৃপক্ষ।









