Site icon চ্যানেল আই অনলাইন

সিনোফার্মের আরও ৫৪ লাখ ভ্যাকসিন আসছে

Advertisements

চীন থেকে কেনা সিনোফার্মের আরও ৫৪ লাখ করোনা ভ্যাকসিন শনিবার সকালে ঢাকায় আসছে।

ভ্যাকসিনের চালান নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সকালের দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

শুক্রবার রাতে ঢাকায় চীনা দূতাবাসে নিযুক্ত ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ তথ্য জানিয়েছেন।

হুয়ালং জানান, সিনোফার্ম থেকে বাণিজ্যিকভাবে কেনা ৫৪ লাখ ভ্যাকসিন আগামীকাল (শনিবার) সকালে ঢাকায় পৌঁছাবে।

চীনের কাছ থেকে ৩ কোটি ডোজ ভ্যাকসিন কেনার চুক্তি করা হয়েছে। এই ভ্যাকসিন ধাপে ধাপে বাংলাদেশে পাঠাচ্ছে বেইজিং।

চীন থেকে প্রথম দফায় ৩ জুলাই ২০ লাখ ভ্যাকসিন এসেছে। দ্বিতীয় দফায় ১৭ ও ৩০  জুলাই আরও ২০ এবং ৩০ লাখ টিকা এসেছে।

এ ছাড়া বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ ভ্যাকসিন উপহার দিয়েছে চীন। প্রথম দফায় গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ ভ্যাকসিন উপহার দেয়। দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ ভ্যাকসিন উপহার দেয় চীন।

Exit mobile version