Site icon চ্যানেল আই অনলাইন

সিঙ্গাপুরে করোনা আক্রান্ত বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক

করোনা ভাইরাস-পররাষ্ট্রমন্ত্রী-বাংলাদেশি-আশঙ্কাজনক

ফাইল ছবি

Advertisements

সিঙ্গাপুরে করোনা ভাইরাস আক্রান্ত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার সকালে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান এ তথ্য জানানোর পর সংবাদমাধ্যমকে তা জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ‘বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বালাকৃষ্ণান ফোন করে জানান, পাঁচ বাংলাদেশির একজন গত প্রায় ১৩ দিন ধরে আইসিইউ’তে চিকিৎসাধীন রয়েছেন। কিন্তু বর্তমানে তার দেহে কোনো ওষুধে কাজ করছে না।’

‘‘সিঙ্গাপুরের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত। তাই তাদের চিকিৎসার ওপর বাংলাদেশের আস্থা রয়েছে।’’

এ সময় করোনা ভাইরাস আক্রান্ত বাংলাদেশিদের সুচিকিৎসার ব্যবস্থা করায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তাকে ধন্যবাদ জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, আশঙ্কাজনক অবস্থায় থাকা ৩৯ বছর বয়সী ওই বাংলাদেশি সিঙ্গাপুরে শ্রমিক হিসেবে কাজ করতেন। তবে এখনই তার পরিচয় প্রকাশ করা হচ্ছে না।

Exit mobile version