বাংলাদেশের টি-টুয়েন্টি বিশ্বকাপ দলে চমকের নাম তানভীর ইসলাম। মাত্র চার ম্যাচের অভিজ্ঞতা নিয়ে যাচ্ছেন বিশ্বআসরে। সাকিব আল হাসান থাকার পরও বাঁহাতি স্পিন আক্রমণে কেন আরেকজন, সে ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
দল ঘোষণার পর জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি জানান কন্ডিশন আর প্রতিপক্ষ বিবেচনাতে ১৫ জনের দলে চতুর্থ স্পিনার হিসেবে তানভীরের অন্তর্ভুক্তি। আলোচনায় ছিল তাইজুল ইসলাম, নাসুম আহমেদের নামও। তাদের টপকে জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ সিরিজে দুটি টি-টুয়েন্টি খেলা স্পিনারকে সেরা মনে হয়েছে নির্বাচকদের।
দলে যেভাবে বিভিন্ন বিভাগের মাঝে ভারসাম্য রাখা হয়েছে সে ব্যাখ্যাও দেন লিপু, ‘তিনজন ওপেনার যেন থাকে (লিটন-সৌম্য-তানজিদ), মিডলঅর্ডারের জন্য অন্তত পাঁচজন সলিড ব্যাটার কাম উইকেটকিপার যেন থাকে, সেটার দিকে লক্ষ্য রেখেছি। আমরা সিমিং বোলার চারটা (শরিফুল-তাসকিন-মোস্তাফিজ-তানজিম) চিন্তা করেছি। তারপর তিনটা স্পিনার (সাকিব-মেহেদী-রিশাদ) তো পিক করা খুব সহজ। তবে চতুর্থ স্পিনারের ক্ষেত্রে আমাদের অনেক চিন্তা-ভাবনা করতে হয়েছে।’
‘ফোর্থ স্পিনারে কেন যাব এই আলোচনায় পরবর্তীতে এসেছে যেকোনো কন্ডিশনে কোন প্রতিপক্ষের বিপক্ষে খেলা এবং তাদের ব্যাটিং শক্তির দিক ও বামহাতি-ডানহাতির প্যাটার্ন সেটাকে বিবেচনা করার চেষ্টা করেছি। যদি আমরা কোয়ালিফাই (পরের রাউন্ডে) করতে পারি, ওই মাঠেই (ওয়েস্ট ইন্ডিজে) আমাদেরকে আরও দুটি ম্যাচ খেলতে হবে।’

‘আশা করি সেই আলোকে হয়ত স্পিনাররা বেশি প্রাধান্য পাবে। স্পিনাররা একটু পরে রোল প্লে করবে। তখন যেন ঘাটতি না হয়। কিংবা আমাদের যে লেগ স্পিনার (রিশাদ হোসেন) আছে, কোনো কারণে যদি যথেষ্ট আশাপ্রদ পারফরম্যান্স করতে না পারেন তো সে মুহূর্তে যেকোনো পরিস্থিতির জন্য যেন ব্যাকআপ থাকে এবং দলের সঙ্গে সে যেন প্রস্তুত থাকে। দলের মধ্যে পরিকল্পনা যা হয়েছে তার মধ্যে তারা আছে। ওখানে গিয়ে যেন কুইক ডেলিভার করতে পারে।’
‘আমরা খুঁজেছি বিশ্বমঞ্চে খেলার জন্য আমাদের আসলে অভিজ্ঞ কোনো বাঁহাতি স্পিনার আছে কিনা। সে জায়গায় সার্চ করে আমরা যাকে বেস্ট পারফর্মার মনে করেছি এবং ফিট আছে তাকে নিয়েছি। খুব বেশি বিকল্পও ছিল না। আলোচনা প্রসঙ্গে হয়ত তাইজুল ইসলাম, নাসুম আহমেদের নামও এসেছে। তাদেরকে ছাপিয়ে, তাইজুলের তো ফিটনেসেই ঘাটতি রয়েছে। তাদেরকে ছাপিয়ে তানভীর চলে এসেছে আমাদের লিস্টে।’ তানভীরকে বিশ্বকাপ দলে রাখার ব্যাখ্যায় বলেন প্রধান নির্বাচক।









