Site icon চ্যানেল আই অনলাইন

লন্ডনে অ্যাসিড হামলায় আহত ৬

লন্ডন-অ্যাসিড হামলা

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের স্ট্র্যাটফোর্ডে অ্যাসিড হামলায় ৬ জন আহত হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বিবিসি জানায়, স্থানীয় সময় রাত ৮টার কিছু আগে ওয়েস্টফিল্ডের বিপরীতে অবস্থিত স্ট্র্যাটফোর্ড সেন্টার থেকে পুলিশকে খবর দেয়া হয়। জানানো হয়, কয়েকজন পুরুষ সদস্যের একটি দল রাস্তায় চলাচলের সময় মানুষের ওপর এক ধরণের ক্ষতিকর রাসায়নিক পদার্থ স্প্রে করছে।

খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্সও ডাকা হয়।

তবে পুলিশের ধারণা, এটি কোনো সন্ত্রাসবাদী হামলা নয়। প্রত্যক্ষদর্শীরা জানান, একদল মানুষের মধ্যে হঠাৎ বাকবিতণ্ডা শুরু হয়। তার কিছুক্ষণের মধ্যেই অ্যাসিডের মতো পদার্থ স্প্রে করে কয়েকজন লোক।

অ্যাসিড হামলার ঘটনাগুলো একেকটি কাছাকাছি তবে ভিন্ন ভিন্ন জায়গায় হয়েছে বলে মনে করা হচ্ছে। আহতদের কারও অবস্থা গুরুতর না হলেও তাদের মধ্যে তিনজনকে ঘটনাস্থলে এবং তিনজনকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

লন্ডনে অ্যাসিড হামলার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে গত জুলাইয়েই এ ধরণের বেশ কিছু ঘটনা ঘটে

Exit mobile version