Site icon চ্যানেল আই অনলাইন

রংপুরে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ

Advertisements

রংপুরে একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত চিকিৎসক, ক্লিনিকের মালিক ও কর্মচারীরা পলাতক। পুলিশ একজনকে আটক করেছে। 

গাইবান্ধা খামার বাড়ির দিনমজুর রেজ্জাকুল হকের স্ত্রী লাকি বেগম ও তার ৬ বছরের ছেলে সিয়াম গলায় টনসিল সমস্যা নিয়ে রংপুর নগরীর সেন্ট্রাল ক্লিনিকে ভর্তি হন। স্বজনরা জানিয়েছেন, ক্লিনিকের এক চিকিৎসকের সঙ্গে ১৯ হাজার টাকায় মা ও ছেলের অস্ত্রোপচারের চুক্তি হয়। শনিবার বিকেলে দু’জনের অস্ত্রোপচার হয়। অপারেশন থিয়েটারেই মৃত্যু হয় ছেলে সিয়ামের।

এ ঘটনায় ক্লিনিকে ভাংচুরের ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ক্লিনিকের মালিক, চিকিৎসক ও কর্মচারীরা পলাতক রয়েছে। এ ঘটনায় ক্লিনিকের একজন ওষুধ সরবরাহকারীকে পুলিশ আটক করেছে।

সিয়ামের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তার স্বজন এবং এলাকাবাসী।

বিস্তারিত দেখুন মেরিনা লাভলী’র ভিডিও রিপোর্টে

Exit mobile version