অ্যাশেজের মাঝপথে জেঁকে বসেছে করোনা। ইংল্যান্ড দলের তিন কোচিং স্টাফ ও তাদের পরিবারের চারজন পজিটিভ আসায় সিরিজই ভেস্তে যেতে বসেছিল। সিডনি টেস্ট নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে একদিন আগে। পরের চব্বিশ ঘণ্টার মধ্যে এলো আরও বড় দুঃসংবাদ। পজিটিভ হওয়ার ম্যাচ রেফারির দায়িত্ব পালন করতে পারবেন না অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডেভিড বুন।
জানুয়ারির ৫ তারিখে মাঠে গড়াবে সিডনি টেস্ট। বুনের পরিবর্তে দায়িত্ব সামলাবেন স্টিভ বের্নার্ড। হোবার্টে পঞ্চম ও শেষ টেস্টে তিনিই থাকবেন ম্যাচ রেফারির দায়িত্বে।
দুঃসংবাদের এখানেই শেষ নয়। ১০ দিনের আইসোলেশনে চলে যেতে হয়েছে ইংল্যান্ডের হেড কোচ ক্রিস সিলভারউডকে। সিডনি টেস্টে দলের সঙ্গে থাকতে পারবেন না তিনি। পরিবর্তে হেড কোচের দায়িত্ব বর্তেছে সাবেক ক্রিকেটার গ্রাহাম থর্পের কাঁধে।
মেলবোর্নে বক্সিং-ডে টেস্টের দ্বিতীয় দিনের খেলা আধাঘণ্টা মাঠে গড়ানোর পর জানা গিয়েছিল একজন স্টাফের পজিটিভ আসার কথা। এখন পর্যন্ত ইংলিশ দলের যে স্টাফরা আক্রান্ত হয়েছেন, তাদেরই কারও সংস্পর্শে আসায় সিলভারউডকে বাধ্যতামূলক আইসোলেশনে পাঠাতে হয়েছে।







