দ্রুত বিচার বিভাগের সংস্কার চাইলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
বুধবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মলনে তিনি এই আহবান জানান।
এসময় ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘গত ১৬ বছর বিচার বিভাগ আওয়ামী লীগ সরকারের নিয়ন্ত্রণে ছিল। অনেক বিচারক রাজনৈতিকভাবে বিচার করেছেন। আইনজীবী সিন্ডিকেটকে প্রশয় দিয়েছেন। এদের অপসারন করতে হবে। তবে ভালো বিচারক যারা তাদের নিয়ে কোন আপত্তি নাই।’
হাইকোর্টে বিচারক নিয়োগ প্রসঙ্গে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বলেন, ‘নতুন বিচারক নিয়োগ নিয়ে অন্তবর্তিকালীন সরকার এখনো পদক্ষেপ নেয়নি। বিচারক নিয়োগের কোন নীতিমালা করা হয়নি। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে। অবশ্যই মেধাবী, সৎ ও যোগ্যদের বিচারক নিয়োগ করতে হবে।’








