Site icon চ্যানেল আই অনলাইন

দেশের অসাম্প্রদায়িক চেতনা ধরে রাখতে হবে: রাষ্ট্রপতি

শিল্পকলা পদক-২০১৬

শিল্পকলা পদক-২০১৬

শিল্পকলার মাধ্যমে দেশের অসাম্প্রদায়িক চেতনা ও ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ।

বৃহস্পতিবার শিল্পকলা পদক-২০১৬ অনুষ্ঠানে তিনি বলেন, বিদেশি সংস্কৃতিতে গা না ভাসিয়ে আকাশ সংস্কৃতি ব্যবহার করে দুনিয়াজুড়ে বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ছড়িয়ে দেওয়ার প্রয়াস চালাতে হবে।

২০১৬ সালে শিল্পকলায় বিশেষ অবদান রাখার জন্য সাত গুণী শিল্পীকে পুরস্কৃত করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।চতুর্থ বারের মতো দেওয়া ‘শিল্পকলা পদক’ নামের এই বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ।

জঙ্গি ও সন্ত্রাসবাদ রুখতে সাংস্কৃতিক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রপতি বলেন- শিশু, কিশোর ও যুবাদের ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিষবাষ্প মুক্ত রাখতে মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করতে হবে।

শিল্পীদের ভ্রাম্যমাণ কূটনীতিক উল্লেখ করে লোকসাহিত্যের ঐতিহ্য সংগ্রহের আহ্বান জানান রাষ্ট্রপতি।পদক প্রাপ্তদের এক লাখ টাকার চেক, পদক ও সনদ তুলে দেওয়ার পাশাপাশি একাডেমির শিল্পীদের পরিবেশনা উপভোগ করেন রাষ্ট্রপতি।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

 

 

Exit mobile version