Site icon চ্যানেল আই অনলাইন

টক, ঝাল, মিষ্টি’র যুদ্ধ

সারাদেশ থেকে ৩,৬৯২ জন প্রতিযোগী মোট ৮,৩০৮টি আচার পাঠান। এর মধ্যে ৪৮টি আচার চূড়ান্ত পর্বের জন্য বাছাই করা হয় । বিচারকরদের বিচারে ১৮তম প্রাণ জাতীয় আচার প্রতিযোগিতা-২০১৭ সালের ‘বর্ষসেরা আচার’ হিসাবে সুনামগঞ্জের শরিফা আক্তার পান্না’র আচার নির্বাচিত হয়। আর পুরস্কার হিসেবে জিতে নিয়েছেন দুই লাখ টাকা। শুক্রবার রাত ৯ টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রাণ জাতীয় আচার প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনপ্রিয় রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। এসময় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঞ্চে পারফর্ম করেন চিত্রনায়ক ফেরদৌস, অপু বিশ্বাস। গান পরিবেশন করেন ডলি সায়ন্তনি, মুন প্রমুখ।

দেখুন ভিডিওতে:

Exit mobile version