শেখ সেলিমের বনানী ২ নম্বর রোডের বাসা থেকে বিলাপ করতে করতে বের হয়ে এলেন নিহত শিশু জায়ানের দাদা এম এইচ চৌধুরী (পারুল)। তাকে এখনও জায়ানের মৃত্যুর খবর জানানো হয়নি।
তিনি বারবার কাছে থাকা মানুষদের ডেকে জায়ানের সর্বশেষ পরিস্থিতি জানতে চাইছেন। ‘জায়ান ভালো আছে, তার কিছু হয়নি’- বলে সবাইকে সান্ত্বনা দিতে দেখা গেছে। কারণ, কারো কাছেই নেই সান্ত্বনার কোন ভাষা।
তবে আদরের নাতির প্রকৃত সত্য আঁচ করতে পেরে তিনি বারবার কেঁদে উঠছেন।
বনানী ২ নম্বর রোডের ৯ নম্বর বাসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিমের সঙ্গে থাকতো জায়ান, তার দুই ভাই এবং পুরো পরিবার।
মা-বাবা আর ভাইয়ের সঙ্গে শ্রীলঙ্কায় বেড়াতে গিয়েছিলো আট বছরের শিশু জায়ান চৌধুরী। কিন্তু গতকালের সিরিজ বোমা সব শেষ করে দিলো।
হোটেল শ্যাংরি লায় হামলায় গুরুতর আহত হন জায়ানের বাবা মশিউল হক চৌধুরী প্রিন্স।
শেখ সেলিমের মেয়ে সোনিয়া তার এক ছেলেকে নিয়ে শ্রীলঙ্কায় বাংলাদেশের হাইকমিশনারের বাসায় নিরাপদে আছেন।





![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}](https://www.channelionline.com/wp-content/uploads/2026/01/Picsart_26-01-20_12-20-02-008-120x86.jpg)

