চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

করোনাভাইরাস: বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ১২ লাখ ছাড়ালো

গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৪৮৮ জনের মৃত্যুর মধ্য দিয়ে বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১২ লাখ ছাড়ালো।

ওয়ার্ল্ডোমিটারের হিসেবে সারাবিশ্বে বর্তমানে এই ভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা ১২ লাখ ১৯৩ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে, ৯১৪ জন। এরপরের অবস্থানে আছে মেক্সিকো, সেখানে একদিনে প্রাণ হারিয়েছে ৫১৬ জন। ভারতে একদিনে মৃত্যুবরণ করেছে ৪৬৮ জন।

যুক্তরাষ্ট্রে মোট মৃতের সংখ্যা ২ লাখ ৩৬ হাজারের বেশি। ভারতে এই সংখ্যা ১ লাখ ২২ হাজারের বেশি আর ব্রাজিলে সংখ্যাটা ১ লাখ ৫৯ হাজারের বেশি।

২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে, ৮৬ হাজার, ভারতে এই সংখ্যা ৪৬ হাজার। একদিনে আক্রান্তের সংখ্যায় তৃতীয় অবস্থানে রয়েছে ইটালি, একদিনে সেখানে আক্রান্ত ৩১ হাজারের বেশি মানুষ।

যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত ৯৪ লাখের বেশি, ভারতে মোট আক্রান্ত ৮১ লাখের বেশি আর ব্রাজিলে ৫৫ লাখের বেশি।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। বর্তমানে সারাবিশ্বে ৪ কোটি ৬৩ লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত। সুস্থ হয়েছে ৩ কোটি ৩৪ লাখের বেশি মানুষ।