Site icon চ্যানেল আই অনলাইন

ইউনিয়ন পর্যায়ে ভ্যাকসিন কার্যক্রম জোরদার: স্বাস্থ্যমন্ত্রী

কঠোর লকডাউন ভেঙে জনগণ নিজের ক্ষতি করছে বলে দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। মন্ত্রী পরিষদ বৈঠক শেষে তিনি জানান, জনগণকে সুরক্ষিত রাখতে সরকার শুধু শহর নয় ইউনিয়ন পর্যায়েও ভ্যাকসিন কার্যক্রম জোরদার করছে।

এর মাঝেও মানুষের অসচেতন আচরণ নিয়ে মন্ত্রী পরিষদ বৈঠক শেষে দুঃখ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী।

পরে তিনি জানান, এখন পর্যন্ত দেশে ২ কোটি ১৫ লাখ ৪৫ হাজার ডোজ ভ্যাকসিন এসেছে। টিকার প্রথম ডোজ পেয়েছেন ৭৫ লাখ ৬০ হাজার ৩শ ৭২ জন। ৪৩ লাখ ৫ হাজার ৯শ ৬৫ জন দ্বিতীয় ডোজও পেয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ে ভ্যাকসিন কার্যক্রমে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

রাজধানীর ৯০ শতাংশ হাসপাতালে শয্যা খালি নেই বলে মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী মানুষকে সতর্ক হওয়ার আহ্বান জানান।

করোনা প্রতিরোধে ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত শিল্পকারখানা থেকে শুরু করে পোশাক কারখানা এবং সড়ক, নৌ ও আকাশপথে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

Exit mobile version