‘আপনি কিছু বলুন। আমি জানি আপনি খুব সুন্দর করে কথা বলতে পারেন। আমি যখন স্পিকার ছিলাম, আপনাকে সব সময় সংসদে কথা বলার জন্য ফ্লোর দিয়েছি। শুধু তাই নয়, আপনাকে বেশি সময় ধরে কথা বলতে দিতাম, যাতে আপনাকে বেশি বেশি দেখা যায়।’ চিত্রনায়িকা কবরীকে বললেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
গত শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দেখা করেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সদস্যরা। তাদের সঙ্গে আরও ছিলেন চিত্রনায়িকা কবরী এবং চিত্রনায়ক ফারুক, সোহেল রানা ও ইলিয়াস কাঞ্চন।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে চিত্রনায়ক সায়মন জানান, চলচ্চিত্রের শিল্পীদের কাছে পেয়ে খুব খুশি হয়েছেন রাষ্ট্রপতি। সবার সঙ্গে তিনি বেশ আন্তরিকতার সঙ্গে কথা বলেন, নানা বিষয় নিয়ে মজা করেন, ফিরে যান পুরোনো দিনগুলোতে।
সায়মন জানান, রাষ্ট্রপতি আবদুল হামিদ কবরীকে আরও বলেন, ‘একসময় আপনার সিনেমা হলে গিয়ে দেখতাম। হঠাৎ শুনলাম আমার আর কোটি মানুষের প্রিয় নায়িকা কবরী রাজনীতিতে আসছেন এবং তিনি পাস করে সংসদসদস্য হিসেবে মহান সংসদেও জায়গা করে নিলেন।’
কবরীকে নিয়ে রাষ্ট্রপতির কথা শুনে এ সময় উপস্থিত সবাই হেসে ওঠেন।
মিষ্টি হেসে রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান কবরী। তিনি রাষ্ট্রপতিকে নিজের শরীরের প্রতি খেয়াল রাখতে বলেন।








