খ্যাতনামা ভারতীয় গায়ক জুবিন গার্গ সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। চতুর্থ নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে অংশ নিতে গত বুধবার দেশটিতে যান ‘ইয়া আলি’ খ্যাত এই গায়ক।
এই উৎসবেই শনিবার (২০ সেপ্টেম্বর) পারফর্ম করার কথা ছিল জুবিনের। কিন্তু তার একদিন আগে খ্যাতিমান এই গায়কের আকস্মিক মৃত্যু সব হিসেব পাল্টে দিলো। তার মর্মান্তিক মৃত্যুতে সংগীত অঙ্গন এবং বিশ্বব্যাপী তার অসংখ্য অনুরাগী গভীর শোকে স্তব্ধ।
তবে ভক্তদের আরও ব্যথিত করছে তার শেষ ইনস্টাগ্রাম পোস্ট, যা তিনি মৃত্যুর মাত্র দুদিন আগে করেছিলেন। সেই ভিডিও বার্তায় তিনি সিঙ্গাপুরের ভক্তদের উৎসবে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন।
শেষ ইনস্টাগ্রাম পোস্টে জুবিন বলেছিলেন, “সিঙ্গাপুরের বন্ধুরা, আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ৪র্থ নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে, যা অনুষ্ঠিত হবে সানটেক, সিঙ্গাপুরে ২০ ও ২১ সেপ্টেম্বর। আসুন আর উপভোগ করুন ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বৈচিত্র্য— আমরা নিয়ে যাচ্ছি দারুণ কৃষিপণ্য, চায়ের অভিজ্ঞতা, নৃত্য, ফ্যাশন শো এবং সন্ধ্যার সংগীতানুষ্ঠান, যেখানে থাকবে রক ব্যান্ড ও র্যাপাররা।”
এরপরেই তিনি বলেন,“আমি পুরো উৎসবজুড়ে থাকব সাংস্কৃতিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এবং ২০ তারিখের সন্ধ্যায় পরিবেশন করব আমার জনপ্রিয় হিন্দি, বাংলা ও অহমিয়া ভাষার গান। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এটি শনিবার ও রবিবার হবে, প্রবেশ ফ্রি। সবাই আসুন এবং আমাদের সমর্থন করুন। চিয়ার্স!”
এ পোস্টের দু’দিন পরই দুর্ঘটনা ঘটলো, আর সেই উচ্ছ্বসিত আমন্ত্রণ যেন ভক্তদের কাছে হয়ে গেছে এক চিরস্থায়ী স্মৃতি। –ইন্ডিয়া.কম









