নিউ ইয়র্ক সিটির ডেমোক্র্যাটিক মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিতে তিনি ভয় পাবেন না। অভিবাসন সংস্থা (আইসিই) কাজ বন্ধ করলে তাকে গ্রেপ্তার করার ট্রাম্পের মন্তব্যের জবাবে মামদানি এই প্রতিক্রিয়া জানান।
আজ (২ জুলাই) বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ডেমোক্র্যাটিক পার্টির মেয়র পদপ্রার্থী হিসাবে মনোনীত হন মামদানি। তার পরপরই প্রেসিডেন্ট ট্রাম্প তাকে কমিউনিস্ট এবং উন্মাদ বলে আখ্যা দিয়ে গ্রেপ্তারের হুমকি দেন।
ট্রাম্প অভিযোগ তোলেন, মামদানির নাগরিকত্বও সন্দেহজনক, কারণ তিনি ১৯৯৮ সালে মাত্র সাত বছর বয়সে যুক্তরাষ্ট্রে আসেন এবং ২০১৮ সালে নাগরিকত্ব লাভ করেন।
এই হুমকির পর এক বিবৃতিতে মামদানি বলেন, আমাকে গ্রেপ্তার, নাগরিকত্ব কেড়ে নেওয়া, বন্দী-শিবিরে পাঠানো এবং দেশ থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন দেশের প্রেসিডেন্ট। শুধুমাত্র এই কারণে যে আমি আইসিই-কে আমাদের শহরে আতঙ্ক ছড়াতে দেব না। আমি এই ভয় দেখানোকে মেনে নেব না।
তিনি আরও বলেন, এই বক্তব্য শুধু গণতন্ত্রের ওপর আক্রমণ নয়, বরং একটি বার্তা— ‘কেউ মুখ খুলবে, তাদেরকেই টার্গেট করা হবে’।









