পোল্যান্ডে আন্তর্জাতিক নারী বক্সিং চ্যাম্পিয়নশিপে পদক জিতেছেন বাংলাদেশি বংশোদ্ভূত বক্সার জিন্নাত ফেরদৌস। ইউরোপীয়ান বক্সিং কনফেডারেশনের অধীনে কোনো আসরে এটা বাংলাদেশের সঙ্গে সম্পর্কিত কারও প্রথম পদক। ৫২ কেজি ওজন শ্রেণিতে আন্তর্জাতিক সিলেসিয়ান নারী বক্সিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছেন জিন্নাত।
পোল্যান্ডে হওয়া আসরে এশিয়া, ইউরোপ ও আফ্রিকার ১৭ দেশ অংশ নেয়। প্যারিস অলিম্পিকে খেলা বক্সারও ছিলেন। সেমিফাইনালে ইউক্রেনের প্রতিযোগী দারিয়া ওলহার কাছে হেরে বিদায়ের সাথে ব্রোঞ্জ পদক জিতে নেন জিন্নাত।
আগে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে সাউথ আফ্রিকায় ইতিহাস গড়েছিলেন জিন্নাত। ডারবানে নেলসন ম্যান্ডেলা কাপ আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায় সোনা জিতেছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী তারকা। আসরে ৫০ কেজি ওজন শ্রেণিতে ফাইনালে ইথিওপিয়ার প্রতিযোগীকে হারিয়েছিলেন তিনি।









