হারারেতে সিরিজের শুরুটা ভালো হয়নি ভারতের। পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে প্রথমটিতে হেরে যায় জিম্বাবুয়ের কাছে। দ্বিতীয় ম্যাচে অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়াল বিশ্বচ্যাম্পিয়ন দেশটি। অভিষেক শর্মার সেঞ্চুরিতে দুই শতাধিক রানের সংগ্রহ গড়ে স্বাগতিকদের হারিয়েছে ১০০ রানে।
হারারে স্পোর্টস ক্লাবে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শুভমন গিল। নির্ধারিত ওভার শেষে ৩ উইকেটে ২৩৪ রানের সংগ্রহ গড়ে দলটি। জবাবে নেমে ১৮.৪ ওভারে ১৩৪ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।
ভারতের শুরুটা ভালো হয়নি। দ্বিতীয় ওভারে গিল ফিরে যান ৪ বলে ২ রান করে। ঋতুরাজ গায়কোয়াডকে সঙ্গী করে ৭ চার ও ৮ ছক্কায় ৪৬ বলে সেঞ্চুরি পূর্ণ করে পরের বলে ফিরে যান অভিষেক।
১১টি চার ও এক ছক্কায় ৪৭ বলে ৭৭ রান করেন ঋতুরাজ। চারে নামা রিংকু সিং ২ চার ও ৫ ছক্কায় ২২ বলে ৪৮ রানের ঝড়ো ক্যামিও দিয়ে অপরাজিত থাকেন।
স্বাগতিকদের হয়ে ওয়েলিংটন মাসাকাদজা ও ব্লেসিং মুজারাবানি একটি করে উইকেট নেন।
জবাবে নেমে আভেষ খান ও মুকেশ কুমারের বোলিং তোপে জিম্বাবুয়ে দাঁড়াতেই পারেনি। ইনিংসের ৮ বল বাকি থাকতে গুটিয়ে যায়। সর্বোচ্চ ৪৩ রান করেন ওয়েসলি মাধেভেরে। ৩৯ বলের ইনিংসে ছিল ৩টি চার ও একটি ছক্কার মার। ৯ বলে ২৬ রান করেন ব্রায়ান বেনেট। শেষদিকে ২৬ বলে ৩৩ রান করেন লুক জঙয়ে।
মুকেশ কুমার ও আভেষ খান ৩টি করে এবং রবি বিষ্ণোই ২টি উইকেট নেন।









