হতাশার বৃত্ত থেকে বের হতে পারছে না জিম্বাবুয়ে ক্রিকেট দল। হতশ্রী পারফরম্যান্সে বাদ পড়েছিল বিশ্বকাপ থেকে। উগান্ডা ও নামিবিয়ার কাছে হেরে ২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতাও হারিয়েছে। দলের ব্যর্থতার দায় নিয়ে বুধবার পদত্যাগ করেছেন প্রধান কোচ ডেভ হটন। এবার আরও বড় দুঃসংবাদ পেল দলটি। ডোপিং কাণ্ডে নিষিদ্ধ হয়েছেন দলটির ওয়েসলি মাধেভেরে ও ব্রেন্ডন মাভুতা।
সম্প্রতি এ দুই ক্রিকেটারের বিরুদ্ধে অ্যান্টি ডোপিং নিয়ম ভাঙার অভিযোগ ওঠে। অভিযোগ ছিল, বিনোদনের জন্য ড্রাগ গ্রহণ করেছিলেন তারা। পরে অভ্যন্তরীণ পরীক্ষায় ফলাফল পজিটিভ আসায় সবধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে তাদের নিষিদ্ধ করা হল। নিষেধাজ্ঞার মেয়াদ নিয়ে অবশ্য কিছু জানায়নি জিম্বাবুয়ে ক্রিকেট।
আনুষ্ঠানিকভাবে মাধেভেরে ও মাভুতার বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখছে দেশটির বোর্ড। বোর্ডের শৃঙ্খলা কমিটির সঙ্গে অভিযুক্ত ক্রিকেটারদের বৈঠক হবে, পরে নিষেধাজ্ঞার মেয়াদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সদ্যগত সিরিজে দলে ছিলেন অভিযুক্ত দুই ক্রিকেটারই। মাধেভেরে খেলেছেন তিনটি টি-টুয়েন্টি ম্যাচ। মাভুতা একটি টি-টুয়েন্টি ও একটি ওয়ানডে খেলেছেন।
২০১৮ সালে জিম্বাবুয়ের জার্সিতে অভিষেক ২৬ বর্ষী অলরাউন্ডার মাভুতার। এপর্যন্ত ৪টি টেস্ট, ১২টি ওয়ানডে ও ১০টি টি-টুয়েন্টি খেলেছেন। মাধেভেরের আন্তর্জাতিক অভিষেক ২০২০ সালে। এপর্যন্ত দুটি টেস্ট, ৩৬টি ওয়ানডে ও ৬০টি টি-টুয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে ২৩ বছর বয়সী ব্যাটারের।







