গতবছর জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে দুটি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের। টি-টুয়েন্টি বিশ্বকাপ সামনে থাকায় তখন সিরিজটি স্থগিত করা হয়েছিল। এবার গড়াতে চলেছে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজটি। আগামী এপ্রিলে টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে।
শনিবার বিবৃতিতে দুই ম্যাচ টেস্ট সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের দুটি ম্যাচই গড়াবে ঢাকার বাইরে। আগামী ১৫ এপ্রিল বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে দল। এরপর ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলবে প্রথম টেস্ট। ২৮ এপ্রিল দ্বিতীয় ও শেষ টেস্ট গড়াবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।
সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। গত বছর জিম্বাবুয়ের সঙ্গে ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের সঙ্গে দুটি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের। তবে শুধু ৫ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলেছিল দুই দল। বাকি থাকা টেস্ট সিরিজটি এবার হতে যাচ্ছে।
২০২০ সালে টেস্ট খেলতে সবশেষ বাংলাদেশে এসেছিল জিম্বাবুয়ে। একমাত্র টেস্ট ম্যাচটি ইনিংস ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।
এখন পর্যন্ত দুদল ১৮টি টেস্টে মুখোমুখি হয়েছে। ৮ জয়ের বিপরীতে ৭টিতে হেরেছে বাংলাদেশ। বাকি তিনটি ড্র। বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয় শেষ টেস্ট জিতেছিল ২০১৮ সালে।









