নিজেদের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রান করেছে জিম্বাবুয়ে। বুলাওয়ে টেস্টে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৫৮৬ রান করেছে ক্রেইগ আরভিনের দল। সেঞ্চুরি করেছেন তিন ব্যাটার।
ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটির প্রথম ইনিংসে ১৩৫.২ ওভারে সব উইকেট হারিয়ে ৫৮৬ রানের পাহাড় গড়েছে জিম্বাবুয়ে। এটি তাদের ৩২ বছরের টেস্ট যাত্রায় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। জবাবে ২ উইকেটে ৯৫ রানে দিন শেষ করে আফগানিস্তান। এখনও পিছিয়ে ৪৯১ রানে।
আগে জিম্বাবুয়ের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল ৫৬৩। ২৩ বছর আগে ২০০১ সালে হারারেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ৫৬৩ রান করেছিল স্বাগতিকরা। ম্যাচ শেষ পর্যন্ত ড্র হয়েছিল।
৪ উইকেটে ৩৬৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল জিম্বাবুয়ে। ১৪৫ রানে অপরাজিত থাকা উইলিয়ামস আউট হন ক্যারিয়ারসেরা ১৫৪ রানে। অধিনায়ক আরভিন (১০৪) করেন ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। ব্রায়ান বেনেট করেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ১২১ বলে সেঞ্চুরি করা বেনেট অপরাজিত থাকেন ১১০ রানে।









