জিম্বাবুয়ের সাথে একমাত্র টেস্টে হারের পর তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে জিতেছে আফগানিস্তান। স্বাগতিকদের ৫৩ রানে হারিয়েছে আফগানরা। সফরকারীদের বোলিং তোপের সামনে দাঁড়াতে পারেনি জিম্বাবুয়ে ব্যাটাররা।
হারারে স্পোর্টিং ক্লাবে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮০ রান সংগ্রহ করে। রান তাড়ায় নেমে ১৬.১ ওভারে ১২৭ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।
আগে ব্যাটে নেমে ভালো শুরু পায় আফগানিস্তান। রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান মিলে ৪৭ বলে করেন ৭৬ রান। ২৫ বলে ৩৯ করে গুরবাজ ফিরলে জুটি ভাঙে। ফিফটি করেন জাদরান। ৩৩ বলে ৫২ রান করেন। এছাড়া আজমতউল্লাহ ওমরজাই ২৭, সেদিকউল্লাহ অটল ২৫ এবং শহিদউল্লাহ ২২ রান করেন।
জিম্বাবুয়ের হয়ে সিকান্দার রাজা নেন ৩টি উইকেট। ব্লেসিং মুজারাবানি নেন ২টি উইকেট এবং ব্রেড ইভান্স নেন ১টি উইকেট।
রান তাড়ায় নেমেই হোঁচট খায় আফ্রিকার দেশটি। ১৬ রানে প্রথম এবং ১৭ রানে দ্বিতীয় উইকেট হারায় জিম্বাবুয়ে। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। গুটিয়ে ১২৭ রানে। সর্বোচ্চ ৩২ রান রান করেন টিনোটেন্ডা মাপোসা। ২৪ রান করে করেন ব্রায়ান বেনেট ও ব্রেড ইভান্স। এছাড়া টনি মুনিয়োঙ্গা ২০ রান করেন।
আফগানদের হয়ে মুজিব উর রহমান নেন ৪টি উইকেট। আজমতুল্লাহ ওমরাজাই নেন ৩টি এবং আব্দুল্লাহ আহমেদজাই নেন ২টি উইকেট।









