২০০৯ থেকে ২০১৭ জিম্বাবুয়ের হয়ে খেলে লম্বা বিরতি। গ্রায়েম ক্রেমার সবশেষ সাউথ আফ্রিকার বিপক্ষে বক্সিং ডে টেস্ট খেলে আর জাতীয় দলের হয়ে লাল বলের ক্রিকেটে নামেননি। ২০১৮ সালের পর পুরোপুরি বাইরে ছিলেন পেশাদার ক্রিকেট থেকে। ৮ বছর পর প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরেই ৯ উইকেট নিয়েছেন জিম্বাবুয়ের অভিজ্ঞ লেগ স্পিনার।
জিম্বাবুয়ের প্রথম শ্রেণির টুর্নামেন্ট লোগান কাপে রাইনোর হয়ে চার দিনের ম্যাচে রাইনোর সাউদার্ন রক্সের বিপক্ষে প্রথম ইনিংসে ১৪৪ রান খরচ করে ক্রেমার নিয়েছেন ৯ উইকেট। রোববার বৃষ্টিবিঘ্নিত দিনে এসে ম্যাচের সমাপ্তি ঘটে, ড্র করেছে দুদল। ২০১৭-১৮ মৌসুমের পর প্রথম শ্রেণির ম্যাচে দেখা গেল তাকে।
ক্রেমার পেশাদার ক্রিকেট থেকে ২০১৮ সালে অবসর নিয়ে পরিবারসহ পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। স্ত্রী এমিরেটস এয়ারলাইন্সের হয়ে কাজ করেন। ক্রিকেটে ফেরার আগে কোচিংয়ের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।
জিম্বাবুয়ের চতুর্থ বোলার হিসেবে ৪৬.২ ওভার বোলিং করে ইনিংসে ৯ উইকেট নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে রেকর্ড গড়েছেন ক্রেমার। লেগ স্পিনার তারকার আগে এ কীর্তি দেখিয়েছিলেন মাইক প্রক্টর, জন রেনি ও স্টিভেন পিয়াল।
রোডেশিয়ানদের হয়ে ২০০৫ সাল থেকে ১৯ টেস্ট, ৯৬ ওয়ানডে ও ২৯ টি-টুয়েন্টি খেলেছেন ৩৯ বর্ষী ক্রেমার। আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণে ১৫০ উইকেট আছে। শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন হারারেতে, ২০১৮ সালের মার্চে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।
আগস্টে স্বীকৃত ক্রিকেটে ফেরেন তিনি। অক্টোবরে ডাক পেয়ে যান জাতীয় দলেও। এবার প্রথম শ্রেণির ক্রিকেটে ফেরার উপলক্ষটা রাঙালেন দারুণ পারফরম্যান্সে।
গত অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টিতে জাতীয় দলে আবারও ডাক পেয়েছিলেন ক্রেমার। যদিও খেলা হয়নি কোন ম্যাচে।









