পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নগরবাসীর প্রত্যক্ষ অংশগ্রহণে সেপ্টেম্বর মাসের মধ্যে জিরো সয়েল কর্মসূচীকে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া হবে।
আজ (২৬ জুন) বৃহস্পতিবার রাজধানীর পূর্বাচলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও বন অধিদপ্তরের যৌথ উদ্যোগে বনায়ন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, জিরো সয়েল নীতিতে সব স্থানে গাছ, সবুজ ঘাস লাগানো, শহরে ছাদে গাছ লাগানোর কাজ শুরু করেছি। আশা করি জলবায়ু পরিবর্তনে এই উদ্যোগ কাজে লাগবে।
তিনি আরও বলেন, পূর্বাচলকে বন কেটেই করা হয়েছে।গত ২০১০ সাল থেকে এখানে বন উজাড় হয়েছে । তখন থেকেই নানাভাবে আইনি প্রক্রিয়ায় এসব বন্ধে কাজ করেছিলাম। পূর্বাচলে প্লট বা আবাসিক এলাকা করা ঠিক হয়নি।
পরিবেশ উপদেষ্টা বলেন, যেভাবে গাছ নিধন বা ধ্বংস করা হচ্ছে আগামী ২০ বছরে বসবাস উপযোগী থাকবে না। তাই তরুণ নেতৃত্বের অবদান হিসেবে আমরা সবুজায়ন প্রকল্প হাতে নিয়েছি।
এছাড়া বায়ুদূষণ রোধে সরকারি সংস্থার পাশাপাশি ঢাকাবাসীদের অংশগ্রহণের আহ্বান জানান পরিবেশ উপদেষ্টা।









