আম্বানিদের তৈরি প্রথম মাল্টি ডিসিপ্লিনারি কালচারাল স্পেসের গ্র্যান্ড লঞ্চ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। শনিবার ছিল এই তারকাখচিত ইভেন্টের দ্বিতীয় দিন। এই দিন বলিউড তারকাদের সঙ্গে এক ছাদের নিচে হাজির হয়েছেন হলিউডের এক ঝাঁক তারকা।
অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন টম হল্যান্ড, জেনডায়া, জিজি হাদিদ, পেনালোপে ক্রুজ এবং রচ পোস। তারা একসঙ্গে একটি ছবিও তুলেছেন যা এখন ভাইরাল সামাজিক মাধ্যমে।
শাড়ি পরে ভারতীয়দের মন জয় করে নিয়েছেন জেনডায়া ও জিজি। সোনালি-সাদা জমকালো শাড়ি পরেছেন জিজি। হাত ভরা চুরি, টেনে বাঁধা চুল। ন্যুড মেকআপ। অন্যদিকে নেভি ব্লু রঙের সিকুইন শাড়ি আর সোনালী ব্লাউজে জেনডায়াকে পুরো যেন ভারতীয়ই মনে হচ্ছিল। মাঝে সিঁথি করে চুল বেঁধেছেন। হাতে পরেছেন চুরি। সাথে ন্যুড মেকআপ।
টম হল্যান্ড এসেছেন পুরো ফরমাল লুকে। কালো স্যুট, বো টাই আর শাদা শার্টে মন কেড়েছেন সকলের। তবে অনেক ভক্তই মন্তব্য করেছেন, শেরওয়ানি পরলে জেনডায়ার পাশে মানাতো ভালো হল্যান্ডকে।
হালকা গোলাপি রঙ্গের ফেদার গাউন পরেছেন পেনালোপে ক্রুজ। কপালে ফেলে রেখেছেন চুল। গলায় পরেছেন নেকলেস।
সূত্র:আই







