মরক্কোতে জেন জি ২১২ নামে সরকারবিরোধী একটি আন্দোলনে সম্প্রতি ২ হাজার ৪৮০ জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪৭৩ জন এখনও কারাগারে রয়েছেন। তাদের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ, কর্তব্যরত একজন সরকারি কর্মকর্তাকে অপমান, সহিংসতা এবং গুরুতর অপরাধ সংঘটনের অভিযোগ উঠেছে।
বুধবার (২৯ অক্টোবর) প্রকাশিত একটি প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, প্রতিবাদকারীরা সরকারের খরচের অগ্রাধিকার নিয়ে ক্ষোভ প্রকাশ করে।
হিউম্যান রাইটস ওয়াচ এর সহযোগী পরিচালক হানান সালাহ বলেন, “যারা তাদের ভবিষ্যতের জন্য ন্যায্য অধিকার দাবি করছে, তাদের ওপর প্রাণঘাতী বলপ্রয়োগ ও দমন-পীড়নের অভিযোগ আনা উচিত নয়।”
এদিকে হামজা রাইদ নামে মরক্কোর একজন জনপ্রিয় র্যাপার গত মাসে গ্রেপ্তার হন। যার গানে রাজনৈতিক প্রতিবাদ ফুটে ওঠে, যা তরুণদের স্পর্শ করে।
আদালতে তিন তরুণের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, তারা মরক্কোর ফুটবল দলের জার্সিতে আন্দোলনমূলক স্লোগান ছাপিয়ে প্রতিবাদ জানিয়েছিল। তাদের ৫ বছরের কারাদণ্ড হতে পারে।
পাবলিক প্রসিকিউটর জানিয়েছেন, এই ঘটনায় এ পর্যন্ত ৪’শ জনের বেশি ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। যাদের ১ থেকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ৩৪ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মানবাধিকার সংস্থাগুলো এই গ্রেপ্তার ও দমন-পীড়নের নিন্দা জানিয়ে আন্দোলনকারীদের মুক্তির দাবি জানিয়েছে।









