Site icon চ্যানেল আই অনলাইন

‘আমার জীবনের একটা ছায়া সরে গেল’

নিজের জীবনে ছায়া হয়ে পাশে ছিলেন সদ্য প্রয়াত নৃত্য পরিচালক মাসুম বাবুল। এমনটাই মনে করেন ঢাকাই সিনেমার ‘দাবাং’ খ্যাত চিত্রনায়ক জায়েদ খান। তাকে হারিয়ে শোকাহত এই নায়ক।

মাসুম বাবুলের সাথে সখ্যতা ছিলো জায়েদ খানের। জায়েদ যখন শিল্পী সমিতির নেতৃত্বে ছিলেন, তখন প্রায়শই সাথে দেখা গেছে মাসুম বাবুলকে। এই নৃত্য পরিচালকের শেষ যাত্রাতেও পাশে ছিলেন জায়েদ। তার জানাজা থেকে শুরু করে দাফনকার্য পর্যন্ত জায়েদ খান ছিলেন।

মাসুম বাবুলকে হারিয়ে স্বজন হারানোর শোক অনুভব করছেন এই চিত্রতারকা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সেই অনুভূতি ব্যক্ত করেছেন তিনি।

মাসুম বাবুলের সাথে নিজের একটি ছবি শেয়ার করে জায়েদ লিখেছেন, ‘কখনও আর এভাবে বাবা-ছেলে একসাথে দাঁড়ানো হবে না। কেউ বলবে না আব্বা এভাবে দাঁড়া। কত স্মৃতি কত ঘটনা আপনার সাথে। এগুলো কোনভাবেই ভুলে থাকা যাবে না।’

মাসুম বাবুলকে নিয়ে নিজের অনুভূতির কথা বলতে জায়েদ আরও বলেন,‘আপনাকে নিয়ে লিখতে গেলে লেখার শেষ হবে না। আমার জীবনের একটা ছায়া সরে গেল। আপনি ছিলেন চলচ্চিত্রের একটা ডিকশনারি। আল্লাহ আপনাকে পরপারে শান্তিতে রাখুন বাবা।’

প্রায় দেড় বছর যাবৎ মরণব্যাধী ক্যানসারের সাথে লড়াই করে সোমবার (৬ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টায় মাসুম বাবুল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ সিনেমা জীবনে তিনি প্রায় দেড় হাজারের বেশি সিনেমার কোরিওগ্রাফার ছিলেন। তিনবার নৃত্য পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

ঢাকাই সিনেমার সুপারহিট ছবি ‘বেদের মেয়ে জোসনা’র নৃত্য পরিচালক হিসেবে বিশেষ পরিচিত মাসুম বাবুল। তার নৃত্য পরিচালনায় উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে বিক্ষোভ, মায়ের দোয়া, দাঙ্গা, কেয়ামত থেকে কেয়ামত, অবুঝ সন্তান, ত্যাগ, তুমি আমার অন্তরে অন্তরে, প্রেম যুদ্ধ, দেন মোহর, আঞ্জুমান, স্বপ্নের ঠিকানা, মায়ের অধিকার, হৃদয়ের কথা, কোটি টাকার কাবিন ইত্যাদি।

Exit mobile version