সুইডেনের গোটেবর্গ চলচ্চিত্র উৎসবের মঞ্চে ইরানি তারকা শিল্পীদের বন্দী করে রাখার বিষয়টি তুলে ধরা হয়েছে। ৩০ মিনিটের স্টেজ প্রটেস্টটি ইরানি শিল্পী এবং নরডিক কম্পিটিশনের বিচারকদের প্রধান জার আমির ইব্রাহিমির নেতৃত্বে করা হয়েছে।
বুধবার গোটেবর্গের গ্র্যান্ড থিয়েটারের মঞ্চে এই প্রতিবাদ জানানো হয়। ইরানের মানুষ এবং কারাবন্দী শিল্পীদের উৎসর্গ করা হয়েছে স্টেজ প্রটেস্টটি।
মঞ্চে জার আমির ইব্রাহিমির সঙ্গে যোগ দিয়েছিলেন অন্য বিচারকরা। তাদের মাঝে ছিলেন সোফি গ্রাবোল, নাহিদ পারসন এবং গিজেম এরদোগান। আরও ছিলেন ফেস্টিভালের শিল্প নির্দেশক সুইডিশ-ইরানিয়ান নির্মাতা জোনাস হোমবার্গ।
স্টেজ প্রটেস্টের পরে বক্তব্যে তুলে ধরা হয় ইরানের চলমান অস্থিরতা এবং তার জেরে ৫০০-এর বেশি মানুষের মৃত্যুর প্রসঙ্গ। এরপরে জার আমির ইব্রাহিমি ১৭৩ জন কারাবন্দী শিল্পীর নাম পড়ে শোনান। এসময়ে মঞ্চের স্ক্রিনেও দেখানো হয় নামগুলো। তাদের মুক্তি চাওয়া হয়।
২৬ জানুয়ারি শুরু হয়েছে গোটেবর্গ চলচ্চিত্র উৎসব। এই উৎসবের পর্দা নামবে ৫ ফেব্রুয়ারি।
সূত্র: হলিউড রিপোর্টার









