চ্যাম্পিয়ন্স ট্রফির দলে যায়গা না পাওয়ায় আপাতত ছুটিতে আছেন উইকেটরক্ষক-ব্যাটার জাকির হাসান। নেই ঘরোয়া লিগের ব্যস্ততাও। সময়টাকে কাজে লাগিয়ে সেরে নিলেন বিয়ের অধ্যায়। শুক্রবার বিয়ে করেছেন টাইগার ওপেনার।
জাকিরের বিয়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন সতীর্থ আফিফ হোসেন ধ্রুব। পোস্টে লিখেছেন, ‘তোমাদের দুজনের জন্য অনেক আনন্দিত। ভালোবাসা ও আনন্দঘন হোক তোমাদের জীবন।’
জাকির বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সারাহ নুসরাত অদ্রির সঙ্গে। তার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছেন। জাতীয় দলের সতীর্থের বিয়েতে উপস্থিত ছিলেন একাধিক ক্রিকেটার। ওপেনার নাঈম শেখ ও আফিফ হোসেন ধ্রুব’রা সস্ত্রীক হাজির হয়েছিলেন।
সম্প্রতি বিপিএলে দারুণ ছন্দে ছিলেন জাকির। সিলেট স্ট্রাইকার্সের হয়ে ১২ ম্যাচে ৩৮৯ রান করেন বাঁহাতি তারকা। গড় ছিল ৩৫.৩৬ এবং স্ট্রাইক রেট ১৪০.৪৩। এবার ডিপিএলেও ফর্ম ধরে রাখার লক্ষ্য তার।









