বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলন ঘিরে পুরো দেশ এখন উত্তাল। এ আন্দোলনে শুরু থেকেই শিক্ষার্থীদের পক্ষে সরব থেকেছেন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম।
কিন্তু নাটকের অভিনয় শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘ’ বর্তমান ইস্যুতে নীরব অবস্থানে থাকায় এই সংঘ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিলেন মম।
জানা যায়, জাকিয়া বারী মম বর্তমান কমিটির কার্যনির্বাহী সদস্য। রবিবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে শিল্পী সংঘ থেকে নিজের অব্যাহতি নেওয়া প্রসঙ্গে জানান।
ফেসবুক পোস্টে মম লিখেন, ইক্যুইটি মানে ন্যায়, ন্যায়বিচার। ন্যায়ের কথা বলে চলমান পরিস্থিতিতে অন্যায়ের সঙ্গে প্রকাশ্যে আপোষ মেনে নেয়া ব্যক্তিগতভাবে আমার পক্ষে সম্ভব হচ্ছে না। কারণ শিল্পী হিসেবে আমি আমার জায়গায় দায়বদ্ধ। সেই দায়বদ্ধতা থেকে আমি ‘অভিনয় শিল্পী সংঘ’ থেকে অব্যাহতি গ্রহণ করলাম।
তিনি লিখেন, অভিনেতা-অভিনেত্রীদের প্রাণের এই সংগঠন দেশ তথা জাতীয় বিষয়ে লোক দেখানো অভিনয় না করে বিবেক এবং চেতনা বোধ জাগ্রত করে মাথা সমুন্নত রেখে এগিয়ে যাক সেই আশাবাদ ব্যক্ত করছি।
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://www.channelionline.com/wp-content/uploads/2024/08/momo-actors-equity-750x536.jpg)








