সিলেট থেকে: ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকির প্রথম জানাজা অনুষ্ঠিত হয় সিলেটের মাঠে। ওই সময় নীরবে জানাজার পেছনে দাঁড়িয়েছিলেন ইংল্যান্ডের ক্রিকেটার ইথান ব্রুকস। পেছনে দাঁড়িয়ে থাকার কারণটা জানালেন ২৪ বর্ষী ইংলিশ ক্রিকেটার।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার টসে জিতে টাইটানসকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান ঢাকা অধিনায়ক মোহাম্মদ মিঠুন। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান তোলে স্বাগতিকরা। লক্ষ্যে নেমে ৮ উইকেটে ১৬৭ রানে থামে ঢাকা। ম্যাচে ৬ রানে জিতেছে সিলেট।
ম্যাচ শেষে সিলেট টাইটান্সের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন ব্রুকস। কিছুদিন আগে ঢাকার কোচ মাহাবুব আলী জাকির মৃত্যুর দিন সিলেট স্টেডিয়ামে আয়োজন করা হয় জানাজা। মুসলিম না হলেও জানাজায় এসেছিলেন ব্রুকস। একদম শেষে দাঁড়িয়ে ছিলেন। দেখিয়েছেন যথাযথ সম্মান। বিষয়টি নিয়ে বেশ প্রশংসাও হয়েছিল।
সেদিনের ঘটনার ব্যাখ্যা দিয়ে সংবাদ সম্মেলনে ব্রুকস বললেন, ‘আসলে একজন মানুষকে হারিয়ে ম্যাচ শুরু করা অবশ্যই ভালো নয়। আমার মনে হয়েছে, যদি আমার জায়গা থেকে কিছুটা সম্মান দেখানো যায়, আমি এটা দেখাতেই পারি। সম্মানের কারণেই আমি এমনটা করেছিলাম।’
এর আগে গত শনিবার দুপুরে ঢাকা ও রাজশাহীর ম্যাচের আগে ক্রিকেটারদের নিয়ে গা গরম করছিলেন ঢাকার সহকারী কোচ জাকি। অনুশীলন সেশন পরিচালনার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। হার্ট অ্যাটাক করেছিলেন বলে নিশ্চিত করে ঢাকা ক্যাপিটালস।
তাৎক্ষণিকভাবে জাকিকে সিপিআর দেয়া হয় এবং অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও শেষপর্যন্ত বাঁচানো যায়নি। হাসপাতাল নেয়ার পথেই মৃত্যু হয় বাংলাদেশের এ কোচের।









