এশিয়া কাপ থেকেই ব্যাট হাতে বাজে সময় পার করছেন জাকের আলি অনিক। ক্যারিয়ারের শুরুতে যে আগ্রাসী জাকেরকে দেখা গিয়েছিল, এখন অনেকটাই মলিন তার পারফরম্যান্স। একইভাবে অফসাইডের বল টেনে লেগে খেলতে গিয়ে উইকেট বিলিয়ে দিচ্ছেন। মাঝে একাদশ থেকেও বাদ পড়েছিলেন তিনি। এরপর দলে ফিরে সেই পুরোনো চিত্র। তবে বাংলাদেশ অধিনায়ক লিটন দাসের বিশ্বাস, দ্রুতই ছন্দে ফিরবেন জাকের।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুক্রবার টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫১ রান করে টিম টাইগার্স। জবাবে ১৯ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে উইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি হেরে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। সেই ম্যাচে জাকেরের ব্যাট থেকে আসে ৩ বলে ৫ রান। ওয়ানডে ও টি-টুয়েন্টি মিলিয়ে সর্বশেষ ১০ ম্যাচে কেবল একবার ৩০ পেরিয়েছেন ডানহাতি এই ব্যাটার। ৫ ম্যাচে আউট হয়েছেন এক অঙ্কের ঘরে। জাকেরের অফফর্ম নিয়ে অধিনায়ক লিটন বলেছেন, ‘কামব্যাকের একটাই অপশন- সাহস রাখা, খুব একটা চিন্তিত না হওয়া। চিন্তিত হলে নেতিবাচক চিন্তাই বেশি আসবে। যদি ইতিবাচক চিন্তা আসে তার জন্য খুবই ভালো।’
‘সবসময় বলব, নিজেকে ব্যাক করা, সময় দেয়া এবং যে মানুষগুলো হেল্প করে সবসময় তাদের সঙ্গে ওঠাবসা করা। আমার মনে হয় সে শিগগিরই কামব্যাক করবে, ভালোভাবেই কামব্যাক করবে।’









