ইসলামাবাদে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে চারদিনের প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টও ড্র করেছে বাংলাদেশ ‘এ’ দল। বৃষ্টিতে দ্বিতীয় টেস্টের প্রথম দুদিন ভেস্তে যাওয়ার পর তৃতীয় ও চুতর্থ দিনে খেলা গড়ায়। জাকের আলি অনিকের ১৭২ রান ও সাইফ হাসানের সেঞ্চুরিতে চার শতাধিক রানের সংগ্রহ গড়ে ইনিংস ছেড়েছিল বাংলাদেশ। পাকিস্তান শেষদিনে ব্যাটে নামলে ড্র হয় ম্যাচ। দুটি ম্যাচই ড্র হওয়াতে সিরিজ সমতায় শেষ করেছে দুদল।
তৃতীয় দিন খেলা গড়ালে টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাটে পাঠায় পাকিস্তান। ১১৩.২ ওভার ব্যাট করে ৯ উইকেটে ৪০৪ রান করে ইনিংস ঘোষণা দেন এনামুল হক বিজয়। নিজেদের প্রথম ইনিংসে নেমে ৪ উইকেটে ২৮১ রানে থামে পাকিস্তান।
৯৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৪৬ রান তুলে তৃতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। ১৩৬ রানে অপরাজিত থাকা জাকের আলি চতুর্থদিনে নামের সঙ্গে আরও ৩৬ রান যোগ করেন। দলীয় ৩৯৬ রানে অনিককে ফেরান আবরার আহমেদ। ১৭টি চার ও ৫ ছক্কায় ২৮৬ বলে ১৭২ রান করেন তিনি। আগে অবশ্য তানজিম সাকিব ও তাসকিন আহমেদের উইকেট হারায় বাংলাদেশ। পরে ৪০৪ রান তুলে ইনিংস ছাড়ে ‘এ’ দল। চতুর্থ দিনে বাংলাদেশের তিন ব্যাটারকেই ফেরান আবরার। ইনিংসে মোট চার উইকেট নেন এ স্পিনার।
চারশতাধিক রান সামনে রেখে ব্যাটে নেমে পাকিস্তানের শুরুটা ভালো না হলেও ঘুরে দাঁড়ায় আলি জারাবের ব্যাটে। সেঞ্চুরিও করেন এ ব্যাটার। ১৩২ বলে ১১৭ রান করে রিটায়ার্ড আউট হয়ে ফিরে যান। পরে ৪ উইকেটে ২৮১ রানে থামে তারা। শারুণ সিরাজ ৭৯ বের ৫৩ রানে অপরাজিত থাকেন। তাকে সঙ্গ দেয়া কাশিম আকরাম ৩৬ রান করেন। সাদ খান ৩৭ এবং কামরান গুলাম ৩৪ রান করেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে একটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, রুয়েল মিয়া ও তানজিম সাকিব।
তৃতীয় দিনে লড়াই মাঠে গড়ালে আগে ব্যাটে নামা বাংলাদেশ শুরুতে চাপে পড়েছিল। পরে হাল ধরেন সাইফ হাসান ও জাকের আলি অনিক। ৭৭ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। ফিরে যান নাঈম শেখ, বিজয়, তাওহীদ হৃদয় ও শাহাদাত হোসেন দীপু। পঞ্চম উইকেটে হাল ধরেন সাইফ হাসান ও জাকের আলি।
১৩১ রানের জুটি গড়েন দুজনে। সেঞ্চুরি করে সাইফ ফিরে গেলে জুটি ভাঙে। ১৩টি চার ও ৪টি ছক্কায় ১৬৫ বলে ১১১ রান করেন সাইফ। পরে মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে তিনশো রান পার করেন জাকের। সেঞ্চুরিও পূর্ণ করে নেন। দলীয় ৩৩৯ রানে অঙ্কন ফিরে যান। তানজিম সাকিবকে নিয়ে দিন শেষ করেন জাকের।
তৃতীয় দিন পাকিস্তানের হয়ে মেহরান মুমতাজ ও গোলাম মুদাস্সের দুটি করে এবং আবরার আহমেদ একটি উইকেট নেন।









