জাতিবিদ্বেষী মন্তব্যের অভিযোগ ওঠায় ভারতে চলতি বিশ্বকাপ থেকে বিতাড়িত হয়েছেন পাকিস্তানি উপস্থাপক জয়নব আব্বাস, এমন খবর কদিন আগের। বিশ্বআসরের আয়োজক দেশটির সংখ্যাধিক্যের সনাতন ধর্ম বিরোধী মন্তব্যের কারণে ভারত থেকে দুবাই চলে যান জয়নব, পাকিস্তানি সংবাদমাধ্যম তথ্যটি জানিয়েছিল।
সেই ঘটনায় মুখ খুলেছেন আইসিসির তালিকাভুক্ত উপস্থাপক জয়নব আব্বাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩৫ বর্ষী উপস্থাপক লিখেছেন, ‘আমি যে খেলাটি ভালোবাসি, সেটাতে উপস্থাপনের সুযোগের জন্য অত্যন্ত ভাগ্যবান এবং কৃতজ্ঞ, এ আসর আমার কাছে আরও বিশেষ হতে পারত। আমাকে কেউ চলে যাওয়ার জন্য বলেনি বা নির্বাসিত করেনি।’
জয়নব নির্বাসিত হয়েছেন এমন খবরে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে আইসিসিও। সংস্থাটির এক মুখপাত্র বলেছেন, ‘জয়নবকে নির্বাসিত করা হয়নি, ব্যক্তিগত কারণে তিনি চলে গেছেন।’
পাকিস্তানি উপস্থাপক জয়নবকে আইসিসির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। কিন্তু তার অনেক আগে করা হিন্দুধর্ম বিরোধী মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে বিতর্কের সৃষ্টি করে। হিন্দুধর্ম বিরোধী এবং ভারত বিরোধী মন্তব্য করেছেন জয়নব, এমন অভিযোগ তীব্র হয়। আনুষ্ঠানিক অভিযোগ আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দাল। দাবি করেন, ৯ বছর আগে যে অ্যাকাউন্ট থেকে ভারত বিরোধী মন্তব্য করা হয়েছিল তা বর্তমানে জয়নবের অ্যাকাউন্ট।







