নির্মাণের ছয় বছর পর মুক্তি পেতে যাচ্ছে ওপার বাংলার অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত ও ঢাকার নাজিরা মৌ অভিনীত সিনেমা ‘নন্দিনী’। সোয়াইবুর রহমান রাসেল পরিচালিত এই সিনেমার পাঁচটি গানের মধ্যে চারটি গানই লিখেছেন জাহিদ আকবর।
জনপ্রিয় এই গীতিকার জানান, এর আগে অনেকগুলো সিনেমায় একটি কিংবা দুটি গান লিখলেও এই প্রথম তিনি একসঙ্গে চারটি গান লিখেছেন।
প্রজাপতি, মোস্ট ওয়েলকাম, হিরো দ্য সুপারস্টার, লিডার, প্রিয়তমা, রাজকুমার, দরদ সিনেমাগুলোর আলোচিত গানগুলো জাহিদ আকবরের লেখা। এবার ‘নন্দিনী’তে জাহিদ আকবরের লেখা গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ন্যানসি, কোনাল, ইমরান, কাজী শুভ, স্বরলিপি ও আসিয়া দোলা।
এ প্রসঙ্গে জাহিদ আকবর তার ফেসবুকে এক পোস্টে লিখেছেন, সিনেমায় একটির বেশি গান লিখতে ইচ্ছা হয়নি কোনোদিন। কোনো সিনেমায় দু’টি গান লিখেছি। তবে এককভাবে কোনো সিনেমায় চারটা গান লিখবো ভাবিনি। ‘নন্দিনী’ সিনেমার পরিচালক কীভাবে-কীভাবে যেনো আমাকে সিনেমার গল্প বলতেন, দৃশ্যের কথা শোনাতেন। সেই কারণে এককভাবে প্রথম চারটা গান লিখেছি ‘নন্দিনী’ সিনেমায়।
সিনেমাটির নির্মাতা সোয়াইবুর রহমান রাসেল। তার অনেক স্বপ্নের সিনেমার নাম ‘নন্দিনী’। সময়ের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী ও সুরকার ইমরানের সুর সংগীতে দুটি গান রয়েছে ‘নন্দিনী’ সিনেমায়। এরমধ্যে ‘ব্যাকরণ’ শিরোনামে একটি গান গেয়েছে ন্যান্সি ও ইমরান, অন্যটি ‘মন মেলেছে ডানা’ গেয়েছেন কোনাল।
অন্য দুটি গানের সুর করেছেন শ্রোতানন্দিত শিল্পী ও সুরকার কাজী শুভ। ‘যাও ভেসে যাও’ এবং ‘ও লাল মেম’ গান দুটি গেয়েছেন কাজী শুভ, স্বরলিপি, আসিয়া দোলা।
পরিতোষ বাড়ৈর ‘নরক নন্দিনী’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমা ‘নন্দিনী’। ২০২৪ সালের ২ আগস্ট মুক্তির কথা ছিল সিনেমাটির।
কিন্তু তখন ছাত্র জনতার আন্দোলন ঘিরে দেশের উত্তাল পরিস্থিতির জন্য পেছানো হয় মুক্তি। পরিচালক সোয়াইবুর রহমান রাসেল বললেন, ‘আগামী ১২ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছি আমরা। সব ঠিক থাকলে এই তারিখেই নন্দিনী প্রেক্ষাগৃহে দেখতে পাবেন দর্শকরা।’
সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, সাঈদ বাবু, ইলোরা গহর, জয়শ্রী কর জয়াসহ অনেকেই। নিয়তির কাছে বারবার পরাজিত হয়েও হার না মানা এক সংগ্রামী নারীর গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘নন্দিনী’।









