আইসিসির আচরণবিধি ভেঙে জরিমানা ও ডিমেরিট পয়েন্ট পেয়েছেন আফগানিস্তান ওপেনার ইব্রাহিম জাদরান। বাংলাদেশকে ৩-০তে হোয়াইটওয়াশ করার শেষ ওয়ানডেতে আচরণবিধি ভাঙায় শাস্তি পেয়েছেন ডানহাতি ব্যাটার। শাস্তি মেনে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি ম্যাচ রেফারির সামনে।
জাদরানকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। আগামী দুবছরের মধ্যে মোট ৪টি ডিমেরিট পয়েন্ট হলে এক ম্যাচ নিষেধাজ্ঞায় পড়বেন, আইসিসি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। দুটি সাসপেনশন পয়েন্ট এক টেস্ট ম্যাচ বা দুটি ওয়ানডে বা দুটি টি-টুয়েন্টি ম্যাচ থেকে নিষেধাজ্ঞার সমান।
সিরিজের দ্বিতীয়বার ম্যাচে ৯৫ রানে আউট হয়েছেন জাদরান। শেষ ওয়ানডেতেও ৯৫ রানে আউট তিনি। ৩৭তম ওভারে সেঞ্চুরির এতকাছে গিয়ে হন রানআউট। মেজাজ ধরে রাখতে না পারায় আফগান ওপেনার ড্রেসিংরুমে ফেরার পথে ডাগআউটে ব্যাটে ঘুষি দেন। এরপর সজোরে ব্যাট ছুঁড়ে মারেন।
অনফিল্ড আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টক ও আহমাদ দুররানি, তৃতীয় আম্পায়ার আকবর আলী এবং চতুর্থ আম্পায়ার ইজাতুল্লাহ সাফি জাদরানের বিরুদ্ধে লেভেল ওয়ান অপরাধের অভিযোগ দায়ের করেছিলেন। পরে তাকে শাস্তির সঙ্গে ডিমেরিট পয়েন্ট দেয় নিয়ন্ত্রক সংস্থাটি।









