গত ওয়ানডে বিশ্বকাপে দলে ছিলেন অফস্পিনার রবীচন্দ্রন অশ্বিন। একটি ম্যাচে কেবল একাদশে ছিলেন। ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিং বলছেন, অশ্বিন বিশ্বমানের বোলার। কিন্তু মনে করছেন, সাদা বলের ক্রিকেটে তাকে আর বিবেচনা করার দরকার নেই। দলে তেমন অবদানও রাখতে পারবে না, মনে হচ্ছে যুবির।
৪১ বর্ষী যুবরাজ বলেছেন, ‘অশ্বিন একজন অসাধারণ বোলার, কিন্তু আমার মনে হয় না তাকে ওয়ানডে ও টি-টুয়েন্টিতে দলে রাখার দরকার আছে। বল হাতে ভালো করে, কিন্তু ব্যাটে কি করছে? অথবা ফিল্ডার হিসেবে কেমন? টেস্ট দলে, হ্যাঁ, সেখানে তার থাকা উচিত। কিন্তু সাদা বলের ক্রিকেটে, মনে করি না দলে থাকার যোগ্য।’
পেস-অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার গুরুত্ব নিয়েও কথা বলেছেন যুবরাজ- ‘হার্দিক দলের গুরুত্বপূর্ণ একজন সদস্য এবং দলে তার প্রয়োজনীয়তা রয়েছে। চোটপ্রবণ এবং তাকে সুস্থ হওয়ার সময় দিতে হবে। তার থেকে আমাদের সেরাটা বের করে আনতে হবে। অধিনায়কের প্রশ্নে আমাদের হাতে বেশকিছু সুযোগ আছে। সূর্যকুমার বেশকিছু দিন ভারতের অধিনায়কত্ব করছে। শুভমন গিল আছে, আইপিএলে অধিনায়কত্ব করবে।’







