গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চাওচা গ্রামে চুরির অপবাদে এক যুবককে হাত পা বেধে নির্যাতন করেছে গ্রামবাসীরা।
রোববার (৬ জুলাই) রাত ১০টার দিকে মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, উপজেলার চাওচা গ্রামে চুরির অপবাদে এক যুবকের হাত-পা বেধে অমানবিক নির্যাতন করা হচ্ছে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, ঘটনাটি ঘটেছে গত ৪ জুলাই শুক্রবার। ঘটনার বিস্তারিত জানতে ঘটনাস্থলে একজন অফিসার পাঠিয়েছি। তিনি ফিরে আসলেই বিস্তারিত জানাতে পারবো। তবে যে ব্যক্তিকে নির্যাতন করা হয়েছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছেনা।
থানার এসআই মোবারক হোসেন বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে জেনেছি দুই দিন আগে চাওচা গ্রামবাসী চুরির অভিযোগে এক যুবকের হাত-পা বেধে নির্যাতন করেছে। যে যুবককে নির্যাতন করা হয়েছে সে একজন পেশাদার চোর। চাওচা গ্রামবাসী সালিশ বৈঠকের মাধ্যমে ওই যুবকের হাত-পা বেধে নির্যাতনের পর তাকে ছেড়ে দেয়।
তিনি আরও বলেন, আইন থাকা সত্ত্বেও গ্রামবাসীর এভাবে হাতে আইন তুলে নেওয়া ঠিক হয়নি। তবে যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের পরিচয় খোঁজা হচ্ছে।









