পাবনায় মোবাইল ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে ধারালো অস্ত্রের আঘাতে রাসেল হোসেন (৩১) নামে এক যুবকে খুন করা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৪ জুন) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে পাবনা সদর উপজেলার জাফরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। মৃত রাসেল জাফরাবাদ এলাকার নজিরুদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাতে রাসেলের মামাতো ভাই জাফরাবাদ এলাকার মকবুলদের বাড়ি থেকে একটি মোবাইল ফোন চুরি হয়। মোবাইল ফোন চুরির জন্য রাসেলকে দোষারোপ করে একই এলাকার তানজিল নামের এক যুবক রাসেলকে মোবাইল ফোন ফেরত দিতে বলে। এতে রাসেল তানজিলকে মারধর করে আহত করে। এরই জের ধরে তানজিলের স্বজন ও মকবুলের সহযোগীরা রাসেলদের বাড়িতে হামলা চালিয়ে তাকে ধরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত কতে। এতে ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়।
তবে এই অভিযোগ অস্বীকার করে নিহত রাসেলের বোন অঞ্জনা খাতুন বলেন, তাদের এলাকার পরিত্যাক্ত একটি সেমাই কারখানার কলা কাটাকে কেন্দ্র করে তার ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল সালাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার সাথে জড়িত তিনজনকে আটক করা হয়েছে।









