রাজশাহীর বাঘা উপজেলায় গভীর রাতে সশস্ত্র হামলায় সোহেল নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী সাধিনা গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশি ফতেপুর এলাকার ‘করালি নওশারার চর’-এ এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সোহেল ও তার স্ত্রী নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় কাঁকন বাহিনী নামে পরিচিত একটি সশস্ত্র দলের সদস্যরা সোহেলের বাড়িতে গিয়ে টিনের বেড়া কেটে ভেতরে ঢুকে এলোপাতাড়ি ১০ থেকে ১২ রাউন্ড গুলি ছোড়ে। এতে সোহেল ও তার স্ত্রী গুরুতরভাবে আহত হন।
গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে এলাকাবাসী আহত দুজনকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার ও স্থানীয়দের দাবি, কুষ্টিয়া জেলার একটি সশস্ত্র দলের সদস্যরা, যারা ‘কাঁকন বাহিনী’ নামে পরিচিত, এই হামলা চালিয়েছে।
পুলিশ জানায়, চর দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে কাঁকন বাহিনী ও মোন্তাজ বাহিনীর মধ্যে বিরোধ চলছিল। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।









