রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের ফুলতলি গ্রামে সন্ত্রাসীদের গুলিতে আব্দুল হাকিম (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। ঘটনা উদঘাটনে তদন্ত করছে পুলিশ।
রোববার (১৫ জুন) দুপুরে রাইখালী ইউনিয়নের চেয়ারম্যান মংক্য মারমা এ তথ্য নিশ্চিত করেন। এর আগে আজ সকাল ১১টা ৪০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে বলেও জানিয়েছেন তিনি।
আবদুল হাকিম একই ইউনিয়নের খন্তাকাটা ঘোনিয়াখোলা এলাকার মৃত বাহার আলীর ছেলে। কে বা কারা, কেন এই হত্যাকাণ্ড ঘটালো তা এখনো জানা যায়নি।
স্থানীয়রা জানায়, রোববার সকাল সাড়ে ১১টার পর ৯ থেকে ১০ জনের অস্ত্রধারী একটি দল ফুলতলি গ্রামে এসে আব্দুল হাকিমকে লক্ষ্য করে ৫ থেকে ৬ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইমরুল হাসান জানান, জানার পর আমরা ঘটনাস্থলে যাই। স্থানীয়রা পুলিশকে কোন তথ্য দিতে পারছে না। কে বা কারা কেন এই ঘটনা ঘটালো তা তাৎক্ষণিক জানা যায়নি। ঘটনার তদন্ত করে আইনী প্রক্রিয়া হাতে নেয়া হবে বলেও জানান তিনি।









