গোপালগঞ্জের চরপাথালিয়া এলাকায় আমীন মোল্লা নামে একজন গাড়িচালককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
শুক্রবার (১৮ অক্টোবর) রাত ১২টার পর সদর উপজেলার চরপাথালিয়ায় এলাকায় এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত গাড়িচালক আমিন মোল্লা (২০) চরপাথালিয়া গ্রামের লায়েব আলি মোল্লার ছেলে।
নিহতের পরিবার ও এলাকাবাসীর বরাত দিয়ে গোপালগঞ্জ সদর থানার ওসি মো. শাহ আলম জানান, ঘটনার দিন রাতে গাড়িচালক আমিন মোল্লা চরপাথালিয়া এলাকায় একটি গ্যারেজে গাড়ি মেরামতের কাজ করানোর সময় মোবাইল ফোন চার্জ দিচ্ছিলেন। এ সময় মোবাইল ফোনে চার্জ দেওয়া না দেওয়ার ঘটনা নিয়ে আল-রাফি নামে এক যুবকের সাথে আমীনের কথা কাটাকাটি হয়।
এরপর রাফি বাড়ির উদ্দেশে ঘটনাস্থল থেকে চলে যায়। তারপর কাজ শেষে আমীন বাড়ি ফেরার সময় আল-রাফির নেতৃত্বে ৫/৬জন যুবক তার পথরোধ করে অস্ত্র দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করে। গুরুতর আহত আমীনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি মো. শাহ আলম আরও জানান, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আল রাফি শেখকে রাতেই গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা হয়েছে।









