‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখেই এবারের মঙ্গল শোভাযাত্রা। সারাদেশে পালিত হয় ১৪২৪ বঙ্গাব্দের পয়লা বৈশাখ। উৎসবে আনন্দে বরণ করে নেয়া হয় বাংলা নতুন বছরকে। মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয়া মুক্তিযোদ্ধা জহির উদ্দিন জালাল চ্যানেল আই অনলাইনকে জানান বাংলা নতুন বছরে দেশকে নিয়ে তার প্রত্যাশার কথা। তিনি মনে করছেন, ১৪২৪ বঙ্গাব্দে এসে বাংলার মানুষের স্বাধীনতা আবারও পড়েছে হুমকির মুখে। জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের কালো থাবা গ্রাস করতে চাইছে সমাজকে। তাই বাংলার ইতিহাস ও ঐতিহ্যকে আগামীর কাছে পৌঁছে দিতে হাল ধরতে হবে তরুণদের; দেশপ্রেমের শক্তি দিয়ে রুখতে হবে সকল অপশক্তিকে।
বিস্তারিত দেখুন ডিজিটাল শর্টে:








