রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে মো. জাহিদ (২০) নামে একজন যুবক নিহত হয়েছেন।
আজ (২৩ অক্টোবর) বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় জাহিদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে ভোর পৌনে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জাহিদ জেনেভা ক্যাম্পের বাসিন্দা ছিলেন। তিনি পাঁচ বোন ও দুই ভাইয়ের মধ্যে সবার ছোট। রাজধানীর কল্যাণপুরে একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করতেন। তার বাবা মো. ইমরান কয়েক বছর আগে মারা গেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেনেভা ক্যাম্পে দীর্ঘদিন ধরে ‘বুনিয়া সোহেল গ্রুপ’ ও ‘পিচ্চি রাজা-চুয়া সেলিম গ্রুপ’-এর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। প্রায়ই এ দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটে।
দুই দিন আগেও আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে ক্যাম্প এলাকা থেকে ৩২টি ককটেল ও কয়েকজন সন্দেহভাজনকে আটক করেছিল পুলিশ।









