মৌলভীবাজারের কমলগঞ্জে নিজ ঘর থেকে রাফি আহমেদ (২৮) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। এটি খুন বলেই ধারণা করা হচ্ছে, তবে ঠিক কী কারণে কিংবা কারা এমনটি করেছে তা বলতে পারছে না পরিবারের সদস্যরা।
শনিবার (৯ আগস্ট) সকালে উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে নিজ ঘর থেকে এই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
নিহত রাফি আহমেদ (২৮) রহিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি বলে জানা গেছে। তিনি মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের ভাতিজা ও ছত্তার মিয়ার ছেলে।
স্বজনরা জানায়, উপজেলার সিদ্ধেশ্বরপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্দুর রাহিম রাফি গতকাল রাতে ঘরে একা শুয়েছিলেন। পাশের রুমে মা এবং ছোটভাইর শুয়ে ছিলেন। সকালে রাফি ঘুম থেকে উঠতে দেরি করায় স্বজনরা রুমে প্রবেশ করে গলাকাটা মরদেহ দেখতে পান। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তবে কি কারণে এই হত্যাকান্ড তদন্ত করছে পুলিশ।
মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার সংবাদমাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি। কী কারণে হত্যা করা হয়েছে তা জানা যায়নি।









