রবিবার রাত সাড়ে তিনটায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন ছোটপর্দার অভিনেতা শাহবাজ সানী। তরুণ এই অভিনেতার আকস্মিক মৃত্যুতে শোকাচ্ছন্ন গোটা নাট্যাঙ্গণ। মাত্র ৩৩ বছর বয়সে অভিনেতার এমন মৃত্যুতে চোখের জল ফেলছেন সাধারণ দর্শক থেকে অভিনেতার সহকর্মীরাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে করছেন স্মৃতিচারণ-
শাহবাজ সানীর মৃত্যুর খবরে ফেসবুকে একাধিক পোস্ট করেছেন গুণী অভিনেত্রী মনিরা আক্তার মিঠু। সবশেষ পোস্টে তিনি লিখেছেন, “জীবন কত ছোটো। সানীর বাবা মা সন্তানের লাশ বহন করবেন কীভাবে!”
শাহবাজ সানীর একটি সাদাকালো ছবি দিয়ে নাাটকের জনপ্রিয় তারকা অপূর্ব লিখেছেন,“অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। সবাই সানীর জন্য দোয়া করবেন।”
শাহবাজের মৃত্যুর খবরের ফটোকার্ট শেয়ার করে অভিনেতা নিলয় আলমগীর লিখেছেন,“অনেক মিস করবো সানী। মহান আল্লাহ তোমাকে জান্নাতবাসী করুন, আমিন।”
নির্মাতা ইমরাউল রাফাত একাধিক পোস্ট দিয়েছেন সানীকে নিয়ে। সর্বশেষ পোস্টে এই নির্মাতা লিখেন, “শাহবাজ সানীকে স্ট্রাগলার অভিনেতা হিসেবে অবিহিত করে কেউ কিছু লিখবেন না। অভিনেতা হিসেবে সে তার জাত অনেক আগেই প্রমাণ করেছে। হি লিভড লাইক আ কিং, হি ডাই’স লাইক আ কিং। সে সবার ভালোবাসা নিয়ে গেছে। একজন চরিত্র অভিনেতা হিসেবে তার কোন আফসোস ছিলনা। সে অভিনয়টা ধারণ করতো,প্যাশন হিসেবে নিত। কারো দয়ায়, চাটুকারিতা করে সে অভিনেতা হয়নাই। সস্তা ফেইম দিয়ে সেলিব্রেটি হইতে চায়নাই। একজন অভিনেতা কোনদিন মরেনা। বেঁচে থাকে সবার মাঝে।”
শাহবাজের সাথে নিজের একটি ছবি শেয়ার করেছেন অভিনেতা ইয়াশ রোহান। ক্যাপশনে লিখেছেন,“অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নেই। গত রাত প্রায় ৩:৩০ মিনিটে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তোমার চলে যাওয়া মেনে নেওয়া সত্যিই কঠিন। তুমি এভাবে আমাদের ছেড়ে যাওয়ার কথা ছিল না। শান্তিতে বিশ্রাম নাও, ভাই! ওপারে দেখা হবে।”
প্রযোজক আকবর হায়দার মুন্না লিখেছেন, “আমার খুব পছন্দের একজন অভিনেতা। সমসাময়িক তার একটি সলো নাটক দেখে প্রশংসা করেছিলাম, খুব লজ্জা পেয়েছিল। প্রথম দেখাতে জড়িয়ে ধরেছিলাম, আমাকে বলে ‘ভাইয়া আপনি আমাকে এত আদর করেছেন, আমি সন্মানিত বোধ করছি…’। প্রচণ্ড একটা ধাক্কা লেগেছে সকাল সকাল। শাহবাজ সানী, সবার যেতে হবে তবে তুমি একটু আগে গেলে।”
অভিনেত্রী সাফা কবীরও সানীর একটি ছবি শেয়ার করেছেন। লিখেছেন,“কিছু ক্ষতি মেনে নেওয়া অসম্ভব মনে হয়। এই হারানোটা খুবই আকস্মিক, ভারী এবং অত্যন্ত বেদনার। এক সুন্দর আত্মা আমাদের ছেড়ে চলে গেছে, রেখে গেছে এক শূন্যতা যা কখনোই পূরণ করা যাবে না।”
সানীর সাথে একটি ছবি দিয়ে অভিনেতা শামীম হাসান সরকার লিখেন,“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সানী, কী লিখবো বুঝতেও পারছি না। ভালো থাকিস ভাই আমার। আল্লাহ সানীকে জান্নাতবাসী করুন। আমীন।”
নির্মাতা রাফাত মজুমদার রিংকু লিখেছেন,“আমার ভাই অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নাই।” শাহবাজ সানীর ছবি শেয়ার করে অভিনেতা শহীদ নুরুন নবী লিখেছেন, “মন টা ভীষণ খারাপ। ভীষণ।”
অভিনেতা শহীদুল্লাহ মজুমদার লিখেছেন,“মানুষ চলে গেলে কিছুই আর বলার থাকে না – বলেও কিছু হয় না। মানুষটা চলেই যায়। হঠাৎ হঠাৎ স্মৃতি হয়ে আসে, কিছুক্ষণ থেকে আবার চলে যায় – মিলিয়ে যায়। আমাদের সানীও চলে গেছে। স্বপ্নগুলো ওপারেই পূরণ হোক, তোর মতো করে। আল্লাহ তোর সহায় থাকুক।”
অভিনেতা ফারজাদ জুলফিকার লিখেছেন, “আমার ছোট্ট অভিনয় জীবনের দীর্ঘ সিরিজ ‘কুল এজ’-এ সবচাইতে বেশী স্ক্রিনটাইম, গল্পে মজার খুনসুটি যার সাথে, সে শাহবাজ সানী। ছোট্ট ছেলেটা, পুরো টিমে যার অভিনয় আমার সবচাইতে প্রিয়, সবচাইতে মজার, সিরিজটার সর্বশেষ শুটিং এ যার সাথে আমি শেষ শট দিয়েছি, সে আজ হার্ট অ্যাটাকে আমাদের সবাইকে স্তব্ধ করে দিয়ে চলে গেল….এটা মেনে নেওয়া খুব চাপের ব্যাপার।”








