চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • লাইভ টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনাকে যে প্রশ্নের জবাব দিতেই হবে

হাসিনা আকতার নিগারহাসিনা আকতার নিগার
1:25 অপরাহ্ন 29, সেপ্টেম্বর 2024
মতামত
A A
Advertisements

ক্ষমতা পেলে মানুষ সবসময়ই আমি আমি করে। তবে কখন কী হয় সেটা বুঝার ক্ষমতা অনেকেরই নেই। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, কোনকালেই কোন শাসক কখনোই ভাবতে পারেনি সে ভুল করছে, আর সেই ভুলের কারণে ক্ষমতাচুত্য হয়েছে।

কিন্তু নির্মম সত্য হলো- ভুল করে বলেই জনগণ শাসকের বিরুদ্ধে চলে যায়। আর শাসক ক্ষমতা হারায়। যা কালের ধারায় সাক্ষী হয়ে থাকে সারাজীবন। ঠিক একইভাবে বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতা হারিয়ে ৭৫ বছরের আওয়ামী লীগের ইতিহাসে দাগ লাগিয়েছে ১৬ বছরের ক্ষমতাসীন শেখ হাসিনার সরকার।

বাকরুদ্ধ হয়ে দেখেছে জনগণ ক্ষমতার জন্য একজন মা আরেক মায়ের সন্তানকে কী করে হত্যার হুকুমদাতার ভূমিকা পালন করেছে। মনে হয়েছে এ কোন শেখ হাসিনাকে দেখছি। তিনি তো আমাদের চেনা শেখ হাসিনা নয়। স্বজন হারানোর বেদনা উনার আছে কিন্তু সন্তান হারানোর বেদনা হয়তো নেই বলে তিনি এ কাজটা করতে পেরেছেন।

ক্ষমতার অহমিকায় আর চাটুকারদের মিথ্যা আশ্বাসে তিনি মনে করেছিলেন বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া আর কোন দল নেই। কিন্তু যারা ৭১ কে ধারণ করে বঙ্গবন্ধুর সোনার বাংলাকে ভালোবাসে তারা বুঝেছিল শেখ হাসিনা বিপথে পরিচালিত হচ্ছে। কিন্তু দল বা সরকার নিয়ে সমালোচনা করার সুযোগ ছিল না তাদের। কারণ আওয়ামী লীগ অন্ধ হয়ে প্রলয় বন্ধ করতে চেয়েছিল।

আওয়ামী লীগের নেতাকর্মী এবং ৭১ এর মুক্তিযুদ্ধকে যারা ধারণ করে তাদের কাছে শেখ হাসিনাকে জবাব দিতেই হবে একটা প্রশ্নের , ‘তিনি কোন অধিকারে আওয়ামী লীগের রাজনীতিকে রসাতলে নিয়ে গিয়েছেন? সারা বিশ্বের কাছে ফ্যাসিবাদী সরকারের তকমা লাগিয়ে কী দিয়েছেন সাধারণ আওয়ামী লীগের নেতাকর্মীদের?

শেখ হাসিনা যা বলে তাই হবে- এটাই ছিল শেষ কথা। গণতন্ত্রের নামে রাজতন্ত্রের শাসন কায়েম করে জনগণের মনে ক্ষোভের আগ্নেয়গিরি সৃষ্টি করেছে। যার বিস্ফোরণ ঘটেছে ছাত্রদের আন্দোলনের মাধ্যমে। আর কবরে শেষ পেরেক ঠুকেছেন, ব্যক্তি ক্ষোভের কারণে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধকরণের ঘোষণার মধ্য দিয়ে। এ দলকে রাস্তায় নামার সুযোগ করে দিয়েছেন শেখ হাসিনা। এটাই চরম সত্য। নিজের অন্যায়কে ঢাকতে গিয়ে যা করেছেন এর জবাব না দিলে আর একটা প্রতারণা করা হবে।

একটা দল বা আর্দশকে ধারণ করা মানে তার সমালোচনা করা যাবে না তা ভুল। দলের আত্মসমালোচনার করার সুযোগ থাকতে হবে। তাই আওয়ামী লীগকে এখন শোধরাতে হবে। কোন প্রোপাগাণ্ডা না ঘটিয়ে নিজেদের ভুলকে স্বীকার করে নিয়ে দলকে বাঁচিয়ে রাখতে হবে।

আসলে আওয়ামী লীগ বিএনপি থেকে শিক্ষা নিতে পারেনি বলেই নিজেদের অন্যায়কে নজর আন্দাজ করেছে দিনের পর দিন। সুবিধাভোগী ব্যক্তিরা নৌকার পালে হাওয়া দিতে পারবে না তা তৃণমূলের বঞ্চিত নেতাকর্মীরা বলার চেষ্টা করেছে কিন্তু ক্ষমতার অহমিকাতে তাদের কথার মূল্যায়ন করা হয়নি।যার পরিনতি বর্তমান সময়।

জুলাই মাসে কী ঘটেছে তার সাক্ষ্য সাধারণ জনগন। মিথ্যার আশ্রয়ে এমন গণহত্যাকে অস্বীকার করা মানে নিজেকে বিবেকহীন অমানুষ মনে করা।

৭১ এর মানে কেবল আওয়ামী লীগ নয়। মুক্তিযোদ্ধারা সকলে আওয়ামী লীগ করবে তা কিন্তু নয়। অথচ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ আর দেশকে পৈতৃক সম্পত্তিতে পরিণত করেছে। যার ফলে দল আর নেতাকে এক পাল্লাতে রেখেছে বলেই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ হয়ে উঠেছে পরিবারতান্ত্রিক দল। আর সে কারণে দল আর দেশের স্বার্থ উপেক্ষা করে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যেতে পেরেছেন।

তবে তার এ যাওয়াটা মেনে নেয়া যায় না। প্রয়োজনে তিনি জেলে যেতেন। তিনি কি মনে করে ছিলেন তার নেতাকর্মীরা পাশে থাকবে না। ১/১১ কে ভুলে গেছেন। ক্ষমতার দম্ভের প্রভাব কতটা ছিল তার প্রমান মিলেছে উনার কথাবার্তা আর আচার আচরণে। এখন সময় বলে দিবে ৭৫ বছরের আওয়ামী লীগকে তিনি কি জবাব দিবেন। তার পিতার ভাস্কর্যগুলো নির্মাণ করেছেন যাদের বুদ্ধিতে তাদের মনে কিন্তু আঘাত লাগেনি এসবের ধবংস লীলা দেখে। ৭১ এর চেতনা আর বিশ্বাসীদের কিন্তু হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে জাতির জনকের অপমান দেখে।

একটি লাশ দিয়ে রাজনৈতিক চাল যেখানে ঘুরে যায় সেখানে শত শত লাশের অভিশাপে অভিশপ্ত আওয়ামী লীগ। যা দেশের জন্য বড় লজ্জার। অবকাঠামো গত উন্নয়নের ফাঁক তালে অমানবিক আর দূর্নীতিবাজদের তিনি সুযোগ করে দিয়েছেন দেশকে ধবংস করার জন্য। কিন্তু সে সব কথা বলার জন্য কলম ছিল অবরুদ্ধ। সাংবাদিকদের সকলে আওয়ামী সরকারের সুবিধাভোগী ছিল না।

শিক্ষার্থীদের কোটার দাবিকে ঘুরিয়ে দিতে জামায়েতকে হাতিয়ার করার চেষ্টা ছিল বড় ভুল। জামায়েত ইসলামকে এতটা সহজ করে ভাবা উচিত হয়নি। এটা একটি সুসংগঠিত দল।আজ তারা ড. ইউনুসের সরকারের উপর ভর করে কোনঠাসা করছে বিএনপ সহ অন্যান্য দলকে। তারা নতুন বাংলাদেশ গড়ার নামে নিজেদের আর্দশকে স্থাপনের চেষ্টা করছে। তারাও চেষ্টা করবে আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করতে। এর জন্য দায়ী বিগত সরকার এতে কোন সন্দেহ নেই।

তবে এক্ষেত্রে জামায়াতে ইসলামের প্রতি বাংলাদেশের জনগণের সমর্থন কতটা রয়েছে তা তারা ভুলে গেছে। বাংলাদেশের মাটিতে মৌলবাদের অবস্থান কোনদিন হয়নি, হবেও না। তারা বরাবরই অন্য দলের উপর ভর করে সংসদে এসেছে। তাই স্বাধীনতা বিরোধী দল আবার সংসদে যাবে এটা মানা যায় না। আর রাজনৈতিক পরিবর্তনে বিএনপি যদি জামায়াতকে পরিত্যাগ করে তবে সেটা হবে দলের জন্য প্রায়শ্চিত্ত।

গত ৫ আগস্টের পর সব কিছু মিলিয়ে দেশ ভালো নেই। নানাভাবে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। অস্থিরতা তৈরিতে কোন দলের অবস্থান কি তা পরিস্কার নয়। বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান অনেকটা ধরি মাছ না ছুঁই পানি। কিন্তু সাধারণ মানুষের মনে আস্থা ফিরিয়ে আনতে পারেনি অন্তবর্তীন কালিন সরকার। পুলিশ থেকে প্রশাসন কোথাও শৃঙ্খলা নেই।

আওয়ামী সরকারের দূর্নীতিবাজ পুলিশ ও প্রশাসনকে এত সহজে বদলে ফেলা যাবে না এটা যেমন সত্য তেমনিভাবে বর্তমান সময়ের দায়িত্বরত ব্যক্তিরা জানে সাময়িক সময়ের এ সরকারের প্রতি অনুগত্য আগামী সময়ে ব্যক্তি স্বার্থ হাসিলে সহায়ক হবে না। তাই নানা তালবাহানা করে তারা সময় পার করাকে শ্রেয় মনে করে।

বাংলাদেশের জনগন এখন আর কোন কিছুতেই আহত হয় না বলে তারা ছাত্রলীগের বেশে শিবিরের দল গোছানোকে স্বাভাবিক ব্যাপার বলে মনে করে। এক্ষেত্রে যখন একটি সরকার আওয়ামী লীগ ছাড়া আর কাউকে চাকরি করতে দিবে না বলে সিদ্ধান্ত নেয়, সেখানে অন্য আর্দশের মানুষ ছল চাতুরী আশ্রয় নিবে এটাই বাস্তবতা । আর এসব কারনেই সারা দেশকে মনে হত আওয়ামী লীগ।

আজ সব কিছু এতটাই পরিস্কার যে,সুস্থ চিন্তার বিবেকবান মানুষ হিসেবে দেশকে নিয়ে আশার আলো দেখতে ভয় পায়। চারদিকে মনে হয় মেকি সব কিছু। নতুন প্রজন্মের নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে মনে হয়, এমন স্বপ্ন নিয়ে ৯০ এর আন্দোলনে যারা লড়াই করেছিল তাদের আন্দোলন যেমন ছিনতাই হয়েছে তেমনিভাবেই ২০২৪ সালের ৫ আগস্ট ও রাজনৈতিক দলগুলো ছিনতাই করার চেষ্টা করছে। আর ইতিহাসের পুনরাবৃত্তি হয়ে হামলা মামলা আর দূর্নীতিবাজদের সরকার যেমন প্রত্যাশা নয় একইভাবে ধর্মকে হাতিয়ার করে কোন দল সংসদে যাওয়া হবে বড় বেদনা দায়ক।

সুতরাং বাংলাদেশের রাজনীতিতে জবাবদিহিতার ব্যবস্থা করতে হবে জনগনকে। নেতা পালিয়ে যেতে পারে কিন্তু সাধারণ জনগন চালিয়েই পালিয়ে যেতে পারে না।

(এই বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

ট্যাগ: অন্তর্বর্তীকালীন সরকারড. ইউনুসশেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রধান উপদেষ্টার জাতিসংঘ সফরকে বিশ্লেষকরা কীভাবে দেখছেন

পরবর্তী

ক্লাব বিশ্বকাপের ফাইনালসহ ভেন্যুর নাম জানাল ফিফা

পরবর্তী

ক্লাব বিশ্বকাপের ফাইনালসহ ভেন্যুর নাম জানাল ফিফা

ইব্রাহিমকে নিয়ে আফসোস সাইফের!

সর্বশেষ

ছবি: চ্যানেল আই

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় শিশু ও গৃহবধূসহ নিহত ৩

জানুয়ারি 25, 2026

রূপপুর প্রকল্পে ব্যয় বাড়ল সাড়ে ২৫ হাজার কোটি টাকা

জানুয়ারি 25, 2026
ছবি: সংগৃহীত

যশোরে বন্দি সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা

জানুয়ারি 25, 2026
ছবি: বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও হাভাস গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর।

বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও হাভাস গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর

জানুয়ারি 25, 2026
ছবি: তথ্য অধিকার ফোরাম

তথ্য অধিকার আইন সংশোধনে ‘তথ্য অধিকার ফোরাম’এর ৬ দফা

জানুয়ারি 25, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version