চলতি বছর ভারতীয় প্রেক্ষাগৃহের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও স্ট্রিমিং হয়েছে বহু হিন্দি সিনেমা ও সিরিজ। যেগুলো স্ট্রিমিং হয়েছে প্রাইম ভিডিও, নেটফ্লিক্স, জিও হটস্টারের মতো ওটিটি প্ল্যাটফর্মে। ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’ থেকে ‘পঞ্চায়েত’ এবং ‘দিল্লি ক্রাইম’-এর মতো সিরিজগুলো দর্শকদের মন কেড়েছে। রইল সেরা কিছু ওটিটি রিলিজের ঝলক।
দ্য ফ্যামিলি ম্যান ৩
প্রাইম ভিডিওতে মুক্তি পায় ‘দ্য ফ্যামিলি ম্যান’। শেষ দুটি সিজন সফল হওয়ার পর চলতি বছরে মুক্তি পায় ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’। ২১ নভেম্বর মুক্তি পায় সিরিজটি। সাতটি এপিসোড আছে এই সিজনে। সিরিজের আছেন মনোজ বাজপেয়ী, প্রিয়ামনি, নিমরত কউর থেকে শরিব হাসমিক মতো তারকারা।
দ্য হান্ট- দ্য রাজীব গান্ধী হত্যা মামলা
দ্য হান্ট- দ্য রাজীব গান্ধী হত্যা মামলা মুক্তি পায় সোনি লাইভে। এটি নাগেশ কুকুনুর দ্বারা পরিচালিত। এই সিরিজের মুখ্য চরিত্রে আছে অমিত সিয়াল, সাহিল বৈদ, বাগবতী পেরুমন, গিরিশ শর্মাকে। ৪ জুলাই এই সিরিজটি মুক্তি পায়।
দ্য ব্যাডস অফ বলিউড
চলতি বছরে মুক্তি পায় ‘দ্য ব্যাডস অফ বলিউড’। নেটফ্লিক্সে মুক্তি পায় এই সিরিজটি। সিরিজটি পরিচালনা করেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। সিরিজে অভিনয় করেন ববি দেওল, লক্ষ্য লালওয়ানি, রাঘব জুয়াল, সাহেব বাম্বা, মনীশ চৌধুরী-সহ আরও অনেকে। এটি প্রযোজনা করেন গৌরী খান। সিরিজটির মোট সাতটি পর্ব আছে।
পঞ্চায়েত
চলতি বছরে ওটিটি-তে মুক্তি পেয়েছে জনপ্রিয় ভারতীয় সিরিজ ‘পঞ্চায়েত’। এবছরের জুনে মুক্তি পেয়েছে সেই সিরিজের ৪র্থ সিজন। মধ্যপ্রদেশের মাহোদিয়া গ্রামের ছবি ফুটে ওঠে এই সিরিজে। জিতেন্দ্র কুমার, নীন গুপ্তা, রঘুবীর যাদব, ফয়সাল মালিক, চন্দন রায়, পঙ্কজ ঝা-র মতো তারকা আছে সিরিজে।
ক্রিমিনাল জাস্টিস – আ ফ্যামিলি ম্যাটার
চলতি বছর জিও হটস্টারে মুক্তি পায় ক্রিমিনাল জাস্টিস – আ ফ্যামিলি ম্যাটার। হিন্দি ভাষায় মুক্তি পায় এই সিরিজ। সিরিজে আছেন পঙ্কজ ত্রিপাঠি, মোহম্মাদ জিশান আইয়ুব, সুরভীন চাওলা, খুশবু আত্রে এবং আশা নেগির মতো তারকারা।
স্পেশাল ওপিএস
এবছর জিও হটস্টারে মুক্তি পায় স্পেশাল ওপিএস সিজন ২। জুলাই মাসে মুক্তি পেয়েছিল সিরিজটি। সন্ত্রাসবাদী হামলার ওপর ভিত্তি করে নির্মিত এই সিরিজ।
মালিক
অ্যামাজন প্রাইম ভিডিও-তে মুক্তি পায় বলিউড ছবি ‘মালিক’। ছবিতে এক ভিন্ন অবতারে দেখা দেন রাজকুমার রাও। ১১ জুলাই মুক্তি পেয়েছিল সিরিজটি। অ্যাকশন থ্রিলার এই ছবি সকলের নজর কাড়েন।
থাম্মা
প্রাইম ভিডিও-তে মুক্তি পায় ‘থাম্মা’। আয়ুষ্মান খুরানা, রাশমিকা মান্দানা অভিনয় করেছেন এই ছবিতে। হরর কমেডি এই ছবি ওটিটি-তে মুক্তি পায়। তা দ্রুত দর্শকদের মন কাড়ে।
দিল্লি ক্রাইম
চলতি বছর মুক্তি পায় ‘দিল্লি ক্রাইম সিজন ৩’। এই সিরিজ মুক্তি পায় নেটফ্লিক্সে। শেফালি শাহ, রাশিকা দুগ্গল, অনুরাগ আরোরা, বিনোদ শরাওয়াত অভিনীত এই সিরিজ। যা ১৩ নভেম্বর মুক্তি পায়। এই সিরিজ গ্যাং রেপে-র কাহিনি নির্ভর।
বাকাইতি
অমিত গুপ্তা পরিচালিত হিন্দি কমেডি ড্রামা সিরিজ বাকাইতি মুক্তি পায় এ বছর। এই সিরিজে অভিনয় করেন তানিয়া শর্মা, আদিত্য শুক্লা-র মতো তারকা। গাজিয়াবাদের প্রেক্ষাপটে তৈরি এই সিরিজ।









